#ভোপাল: এমন এক ঘটনা যা মানুষের মানবতাকে কলুষিত করে ৷ মানবিকতা অনেক দূরে সরিয়ে রেখে যেন বর্বরতারই ইহ্গিত দেয় ৷ নাবালিকা ছেলেদের সঙ্গে কথা বলেছে এই আশঙ্কায় পরিবারের লোকেরা ধরে মাথা কামিয়ে দিয়েছে মেয়েটির ৷ এমন বর্বরোচিত ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে ৷ নাবালিকার উপরে অকথ্য অত্যাচার করা হয়েছে ৷
Madhya Pradesh: Four family members of a minor girl beat her up & chopped off her braid on suspicion that she had been speaking to a boy over phone, in Sondwa area of Alirajpur. Sub-Divisional Police Officer Dheeraj Babbar says, "FIR has been registered. Three accused arrested". pic.twitter.com/Q6MNzqcndy
— ANI (@ANI) February 29, 2020
জানতে পারা গিয়েছে ফোনে ছেলেদের সঙ্গে কথা বলার জেরে মেয়ের মাথা ন্যাড়া করে দিয়েছেন বাড়ির লোকেরা ৷ লাথি, চর, কিল, ঘুষি দিয়ে অত্যাচার করা হয়েছে নাবালিকার উপরে ৷ কেননা তার একটা দোষ ফোনে পুরুষের সঙ্গে কথা বলছিল এই সন্দেহই কাল করেছে ফলে ছোট্ট মেয়েটির জীবনে নেমে এসেছে অশনি সংকেত ৷ এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ৷ তবে এমন ঘটনা বারেবারে মনপ্রাণকে আঘাত করে বারেবারে কলুষিত করে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Head Chopping, Madhya Pradesh, Minor Girl