#নয়াদিল্লি: যৌন নির্যাতন এবং ধর্ষণের শিকার যারা তাদের জন্য ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ৪ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত ৷
আরও পড়ুন: ৯ বছরের মেয়েকে গণধর্ষণ, চোখ উপড়ে, অ্যাসিড ঢেলে খুন করল সত্ মা
আগামী ২ অক্টোবর থেকে সারা দেশে এই রায় জারি হতে চলেছে ৷ সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, প্রতিটি রাজ্যকেই ক্ষতিপূরণ দিতে হবে ৷ কমপক্ষে ৪ লক্ষ টাকা প্রতিটি রাজ্যকেই দিতে হবে ৷ বরং ঘটনার গুরুত্ব অনুযায়ী ক্ষতিপূরণ আরও বেশিও দিতে হতে পারে ৷
আগামী ২ অক্টোবর থেকে গোটা দেশে এই ক্ষতিপূরণের ব্যবস্থা চালু করা হবে ৷ শীর্ষ আদালতের নির্দেশ মতো দেশের প্রত্যেক আদালতেই এবার থেকে এই নির্দেশ মেনে চলতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rape Survivors