Home /News /national /
শ্রাদ্ধের পর আবর্জনার স্তূপে ফেলে যাওয়া পচা কলা খুঁটে খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা! ছবি ভাইরাল

শ্রাদ্ধের পর আবর্জনার স্তূপে ফেলে যাওয়া পচা কলা খুঁটে খাচ্ছে পরিযায়ী শ্রমিকরা! ছবি ভাইরাল

 • Share this:

  #নয়াদিল্লি: দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের অসহায়তার ছবি বারবার ফুটে উঠছে সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় । লকডাউনের ফলে কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক । কাজ বন্ধ, অথচ বাড়িও ফিরতে পারছেন না তাঁরা । দেশ জুড়ে চরম সঙ্কটের মুখে এই শ্রমিকরা । তার মধ্যেই বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ । যাতে আরও সমস্যায় পড়েছেন এই অসহায় মানুষগুলো । না আছে খাবার, না আছে বাসস্থান, না আছে কাজ । বুধবার এমনই কয়েকজন শ্রমিকের হৃদয়বিদারক ছবি এল সামনে। এই ঘটনা ঘটেছে দিল্লির যমুনা নদীর তীরের নিগামবোধ ঘাটের। অন্তেষ্টির পর ঘাটের আবর্জনার স্তূপে ফেলে যাওয়া কলা খুঁটে খাচ্ছেন বেশকিছু শ্রমিক । আবর্জনার স্তূপ থেকে তুলনামূলক ভাল কলাগুলি বেছে বেছে তুলে রাখছেন । উত্তরপ্রদেশের আলিগড় থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘‘আমরা রোজ খেতে পাচ্ছি না । তাই আরও কঠিন সময়ের জন্য এগুলো জমিয়ে রাখছি ।’’

  Published by:Simli Raha
  First published:

  Tags: Lockdown, Migrant labour

  পরবর্তী খবর