#নয়াদিল্লি: দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের অসহায়তার ছবি বারবার ফুটে উঠছে সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় । লকডাউনের ফলে কাজ হারিয়েছেন হাজার হাজার শ্রমিক । কাজ বন্ধ, অথচ বাড়িও ফিরতে পারছেন না তাঁরা । দেশ জুড়ে চরম সঙ্কটের মুখে এই শ্রমিকরা । তার মধ্যেই বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ । যাতে আরও সমস্যায় পড়েছেন এই অসহায় মানুষগুলো । না আছে খাবার, না আছে বাসস্থান, না আছে কাজ । বুধবার এমনই কয়েকজন শ্রমিকের হৃদয়বিদারক ছবি এল সামনে। এই ঘটনা ঘটেছে দিল্লির যমুনা নদীর তীরের নিগামবোধ ঘাটের। অন্তেষ্টির পর ঘাটের আবর্জনার স্তূপে ফেলে যাওয়া কলা খুঁটে খাচ্ছেন বেশকিছু শ্রমিক । আবর্জনার স্তূপ থেকে তুলনামূলক ভাল কলাগুলি বেছে বেছে তুলে রাখছেন । উত্তরপ্রদেশের আলিগড় থেকে আসা এক ব্যক্তি বলেন, ‘‘আমরা রোজ খেতে পাচ্ছি না । তাই আরও কঠিন সময়ের জন্য এগুলো জমিয়ে রাখছি ।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Migrant labour