#রায়পুর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছে দক্ষিণ দিনাজপুরের ৩০ জন শ্রমিক তাদের মধ্যে সবচেয়ে সমস্যায় পড়েছেন তপন থানার চক ভগিরথ গ্রামের সুবীর ঘোষ।
লকডাউন শুরু হওয়ার আগেই ছত্তিশগড়ের রায়পুরের জেলার উরলা থানার কারা গ্রামে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ওই এলাকায় হাসপাতালে ভর্তি হন তিনি এবং পরে চিকিৎসকরা জানান তার টাইফয়েড হয়েছে এই মুহূর্তে তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ সে ওই গ্রামে তাদের ক্যাম্পে রয়েছেন।
সুবীরবাবু দাবি তাড়াতাড়ি বাড়ি না ফিরতে পারলে তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি যে তাদের আটকে থাকা শ্রমিকসহ তাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরানোর, তার পরিবারের তরফ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। সুবীর বাবুর পরিবারের দাবি তারা সেখানে ঠিকভাবে খাবার পাচ্ছে না এবং ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়ছেন বেশি তাই তাকে তাড়াতাড়ি বাড়ি না ফেরাতে পারলে সমস্যায় পড়বেন তার পরিবার পরিবারে তার এক ছেলে এবং স্ত্রী রয়েছে।।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Migrant Worker