#পটনা : লকডাউন আর তার জেরে একের পর এক পরিযায়ী শ্রমিকদের নিদারুণ দুঃখ দুর্দশার কাহিনী সামনে আসছে ৷ তারমধ্যে একটি ছবি গত কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে এক বাবা তাঁর সন্তানের মৃত্যুর খবর পেয়ে বিলাপ করছেন ৷ ভাগ্যহীণ এই ব্যক্তির নাম রামপুকার পন্ডিত ৷ দিল্লির নজফগড়ে মজুরের কাজ করতেন তিনি ৷
১০ মে তিনি খবর পেয়েছিলেন তাঁর এক বছরের ছেলের মৃত্যু হয়েছে ৷ এই মর্মান্তিক খবর পেয়ে লকডাউনের মধ্যেই হাঁটতে শুরু করেন তিনি ৷ এরপরেই নজফগড় থেকে বেগুসরাইয়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন তিনি ৷ কিন্তু রাস্তাতেও বিপদ তাঁর পিছু ছাড়েনি ৷ দিল্লিতে যমুনা নদির পাড়ে তাঁর জন্য একটা পুল আছে ৷ এরমধ্যে মারুতি গাড়িতে বসে থাকা কয়েকজন তাঁর কাছে থাকা ৫০০০ টাকা ছিনিয়ে নেয় ৷
তারপর সর্বস্ব হারিয়ে রাস্তার পুলিশের কাছে সবটা জানান ৷ পুলিসরা একটি বাসে বসিয়ে তাঁকে সামনে এগিয়ে দিতে বলে দেয়৷ দিল্লির গাজীপুর সব্জি মার্কেট অবধি তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷ সন্তানের মৃত্যু তারওপর সর্বস্ব খুইয়ে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি ৷
এই বাজারের ফ্লাইওভারের কাছেই এক সমাজসেবিকা সলমা দিদি তাঁকে দেখতে পেয়ে তাঁর কাছে আসেন ৷ তাঁকে সব কথা বলতে তাঁর কাছে রেখে দেন রামপুকারকে ৷ তিনদিন অবধি তিনি ওই ব্যক্তির খাওয়াদাওয়ার সব ব্যবস্থা করা হয়৷ এরপর তাঁকে দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয় ৷ সেখানে তাঁর হাতে ৫৫০ টাকা দিয়ে দেয় ৷
বাড়ি পৌঁছনোর পর প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব তাঁকে এক লক্ষ টাকা -র আর্থিক সাহায্য করেছেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Migrant Worker