#চণ্ডীগড়: পঞ্জাব থেকে শুরু হয়েছিল পথ চলা৷ ফিরতে হত মধ্যপ্রদেশ৷ প্রায় ৯০০ কিলোমিটার আহত ছেলেকে নিয়ে ফিরছিলেন শ্রমিক বাবা৷ লকডাউনে কানপুরের কাছে পৌঁছতেই তাকে আটক করল পুলিশ৷
মধ্যপ্রদেশের সিংগ্রউলি গ্রামের বাসিন্দা রাজকুমার৷ তারই ১৫ বছরের ছেলে ব্রজেশ৷ গলায় গদগদে ঘা হয়েছে৷ হাঁটতে অক্ষম সে৷ লকডাউন ঘোষণার সময় তারা ছিলেন পঞ্জাবের লুধিয়ানায়৷ কোনও ভাবেই সেখান থেকে ফেরার উপায় পাচ্ছিলেন না রাজকুমার৷ শেষ পর্যন্ত ছেলের মুখে মাস্ক বেঁধে, তাকে খাটে শুইয়ে, সেটাই বাঁশে ঝোলানোর চেষ্টা করেন তিনি৷ এভাবেই দীর্ঘ ৯০০ কিমি পথ পাড়ি দেন এই পরিযায়ী শ্রমিক৷ কাঁধেই সেই ভার নিয়ে চলছিলেন অসহায় এই পরিবার৷ তারপর কানপুরে পুলিশ আটক করাতে হাউমাউ করে কেঁদে ফেলন তিনি৷
তার এই দুর্দশা দেখে বাবা ও অসুস্থ ছেলের জন্য একটি গাড়ির ব্যবস্থা করেন পুলিশকর্তা৷
लुधियाना से पैदल चल कर Kanpur पहुंचे है । मध्यप्रदेश जाना है । https://t.co/TsAedoGpzs
— Supriya Bhardwaj (@Supriya23bh) May 15, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Migrant labour