#নয়াদিল্লি: সঙ্কট আরও বাড়ল এনডিএ-তে। শিবসেনার পর এবার চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি বা টিডিপি। বিজেপির সঙ্গে গাঁটছড়া ছিন্ন করার ইঙ্গিত দিল তারাও। দীর্ঘদিন ধরেই অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানিয়ে আসছে টিডিপি।
এ নিয়ে চল্লিশবারেরও বেশি দিল্লি দরবার করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কিন্তু শিকে ছেঁড়েনি। তারওপর বাজেটে অন্ধ্রপ্রদেশের ভাগ্যে কিছুই জোটেনি বলে টিডিপির অভিযোগ। এবার বিজেপির সঙ্গ ত্যাগের হুমকি দিল তারা। এনিয়ে রবিবার দলের জরুরি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চন্দ্রবাবু নাইডুরা।
এর আগেই NDA ছেড়েছে শিবসেনা ৷ আগামী লোকসভা ও মহারাষ্ট্র বিধানসভার ভোটে একলা চলার ঘোষণাই করেছে এনডিএ-র সবচেয়ে পুরোন শরিক। গত ডিসেম্বরেই জোট ছাড়ার ইঙ্গিত দিয়েছিল শিবসেনা। ২৩ জানুয়ারির কর্মসমিতির বৈঠকে তাতে সিলমোহর পড়ল। যদিও, এর জেরে মোদি সরকারের স্থায়িত্বে কোনও প্রভাবই পড়বে না। কিন্তু, অঙ্কের হিসেবে মহারাষ্ট্রে প্যাঁচে পড়ল দেবেন্দ্র ফড়ণবীসের সরকার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ‘Non-BJP’ Parties, Chandrababu Naidu, NDA