হোম /খবর /দেশ /
আকাশেই জ্বালানি ভরছে রাফাল ! দৃশ্য দেখে হিংসে হবে প্রতিবেশী দেশের, ভাইরাল ভিডিও

মাঝ আকাশেই জ্বালানি ভরছে রাফাল ! দৃশ্য দেখে হিংসে হবে প্রতিবেশী দেশের, ভাইরাল ভিডিও

Photo Courtesy: Viral Bhayani/Instagram Handle

Photo Courtesy: Viral Bhayani/Instagram Handle

রাফাল পরমাণু অস্ত্র বহনে সক্ষম। প্রায় সব ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করে উড়তে পারে Dassault-র তৈরি এই যুদ্ধবিমান।

  • Last Updated :
  • Share this:

Photo Courtesy: Viral Bhayani/Instagram Handle

#আম্বালা: সোমে রওনা। বুধে পা। বুধবার আম্বালার বায়ুসেনা ঘাঁটিতে এসে নামে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’। সোমবার ফ্রান্স থেকে রওনা হয় ৫টি রাফাল। সাত হাজার কিলোমিটার পথ পেরোতে একটাই হল্ট- Dassault অ্যাভিয়েশনের UAE এয়ারবেস।

বন ভয়েজ, বন ভয়েজ। অর্থাৎ শুভ যাত্রা। ভারতীয় বায়ুসেনার ১২ সদস্যের ঝটিমের সদস্যদের পিঠ চাপড়ে দিয়ে বলেছিলেন ফ্রান্সে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। তার ঠিক ১৫ মিনিট পরেই ভারতের উদ্দেশ্যে ওড়ে রাফাল।

৫টি রাফালকে ভারতে পৌঁছনোর দায়িত্বে ১২ জন পাইলট ছিলেন। বিমানে ছিলেন দাসোর থেকে প্রশিক্ষণ নেওয়া ইঞ্জিনিয়ররা। ধাপে ধাপে মোট ৩৬টি যুদ্ধবিমান আসবে এ দেশে। রাফাল রওনা হওয়ার আগে বিভিন্ন মূহুর্তের ছবিতে ভরে যায় সোশ্যাল মিডিয়া। রাফাল আসার পর ভারতীয় বায়ুসেনার ক্ষমতা ও শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে - জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ভারতে আসার পথে মাঝ-আকাশেই ৩০ হাজার ফুট উচ্চতায় রাফাল যুদ্ধবিমানগুলির জ্বালানি নেওয়ার দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

View this post on Instagram

Few shots from 30,000 feet! Mid air refuelling of #RafaleJets on their way to #India

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

দুই ইঞ্জিনের মিডিয়াম মাল্টি রোল কমব্যাট এয়ারক্র্যাফট রাফালকে বলা হচ্ছে দুনিয়ার অন্যতম সেরা যুদ্ধবিমান।

রাফালের কামাল

-গতিবেগ ঘণ্টায় ২২২২ কিলোমিটার

- ৫০ হাজার ফুট পর্যন্ত উপরে উঠতে পারে

-মাঝ আকাশেই জ্বালানি ভর্তির ব্যবস্থা

-যে কোনও আবহাওয়ায় সমান স্বচ্ছন্দ

-সুখোইয়ের চেয়েও বেশি ওজন বহনে সক্ষম

- ৯৫০০ কেজি ওজন নিয়ে উড়তে সক্ষম

- ৩ সেকেন্ডে কমব্যাট থেকে জেনারেল মোডে আসে

রাফাল পরমাণু অস্ত্র বহনে সক্ষম। প্রায় সব ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহন করে উড়তে পারে Dassault-র তৈরি এই যুদ্ধবিমান। ভারতের জন্য এই যুদ্ধবিমানে নির্দিষ্ট করে কিছু বৈশিষ্ট যুক্ত হয়েছে। উচ্চ অক্ষাংশ থেকে আকাশে ওড়ার ক্ষমতা রয়েছে এই বিমানগুলির। লেহ-র ভারতীয় বায়ুসেনা ঘাঁটির কথা মাথায় রেখেই এই কৌশল বলে মনে করা হচ্ছে। ফ্রান্সে ভারতীয় দূতাবাস সূত্রে দাবি, ২০২২ সালে নির্দিষ্ট সময়ের মধ্যেই ৩৬টি যুদ্ধবিমান ডেলিভারি দেবে Dassault ।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Rafale