• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ধানক্ষেতে হারিয়ে যাওয়া সোনার দুল মিলল ২০ বছর পর! খুঁজে পেলেন MGNREGA কর্মীরা

ধানক্ষেতে হারিয়ে যাওয়া সোনার দুল মিলল ২০ বছর পর! খুঁজে পেলেন MGNREGA কর্মীরা

Representative Image

Representative Image

MGNREGA প্রকল্পে কাজ করা কয়েকজন মহিলা ধানক্ষেতে কাজ করতে গিয়ে সেই দুলটি খুঁজে পান ৷

 • Share this:

  #তিরুয়নন্তপুরম: এ যেন কোনও অলৌকিক ঘটনা৷ বা কোনও ম্যাজিককেও হার মানাবে! ২০ বছর আগে এক ধানজমির মাঠে পড়ে যায় এক মহিলার সোনার কানের দুল৷ লাগাতার সেটা খোঁজার পরও মেলেনি সেই দুল৷ নারায়নি নামের এক মহিলা সেই দুলটি কিনেছিলেন চাল বিক্রি করে৷ অনেক কষ্টে রোজগার করা টাকায় তিনি কিনেছিলেন সাধের সোনার দুল৷ কিন্তু সেই দুল হারিয়ে গেল মাঠেই! এরপর ২০২০! কুড়ি বছর পেরিয়ে সেই ধানক্ষেত থেকেই মিলল সোনার দুলটি! একেবারে অবাক কাণ্ড!

  ধান ক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কর্মী৷ তাদের মধ্যে একজন দেখেন যে মাঠে মাটির তলায় আটকে রয়েছে একটি সোনার দুল৷ মাটি থেকে সঙ্গে সঙ্গে সেই দামি সোনার দুল তোলা হয়৷ ভাগ্যক্রমে যিনি দুলটি খুঁজে পান তিনি নারায়নির মেয়ে বেবি! মায়ের হারিয়ে যাওয়া দুলটি খুব ভাল করে চিনে ফেলেন মেয়ে৷ ২০ বছর আগের এই সোনার দুলের দাম এখন অনেকটাই বেড়েছে৷ তবে শুধু টাকার মূল্য নয়, এটার অন্য মূল্য রয়েছে নারায়নিদের পরিবারের৷ ২০ বছর পর যে দুল খুঁজে পাওয়া গিয়েছে, তা তো একপ্রকার অমূল্যই৷

  MGNREGA প্রকল্পের কয়েকজন মহিলা মাঠে চাষ করতে গিয়েছিলেন৷ সেখানেই এক মহিলা কর্মী দুলটি খুঁজে পান৷ এটি তাঁর মায়ের ২০ বছর আগের হারিয়ে যাওয়া দুল ছিল৷ এত বছর পর এটি পেয়ে খুবই খুশি তিনি, জানিয়েছেন পঞ্চায়েত সদস্য পদ্মাবতী ৷

  আরও পড়ুন ২১হাজারের কম বেতনভুক্ত কর্মীদের জন্য বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার

  ঠিক এমনই ঘটনা ঘটেছিল মুম্বইয়ে৷ লোকাল ট্রেনে হারিয়ে যাওয়া ওয়ালেট ১৬ বছর পর পান এক ব্যক্তি৷ তাতে ছিল ৯০০ টাকা৷ সেই টাকা সমেত নিজের ওয়ালেটটি পান তিনি৷

  Published by:Pooja Basu
  First published: