#কলকাতা: কালকের পর ফের আজও দিনের ব্যস্ততম সময়ে মেট্রো বিভ্রাটে নাকাল যাত্রীরা ৷ কবি সুভাষ মেট্রো স্টেশনে যান্ত্রিক গোলযোগের জেরে বন্ধ হয়ে গেল মেট্রো পরিষেবা ৷মেট্রো রেল সূত্রে খবর, দুপুর ১.৪৫ নাগাদ কবি সুভাষ থেকে দমদমগামী একটি মেট্রোর রেকে গন্ডগোল ধরা পড়ে ৷ ফলে পরপর থমকে যায় সমস্ত ট্রেন ৷ ১৫ মিনিট ধরে মেট্রোয় বন্ধ থাকার পর ফের চালু হয় ট্রেন চলাচল ৷
আরও পড়ুন: ৫ মাস পর AIIMS-এ থেকে আটক ভুয়ো ডাক্তার, চিকিৎসা শাস্ত্রে জ্ঞান দেখে তাজ্জব পুলিশরাই
গতকাল রাতেও কুঁদঘাট মেট্রো স্টেশনে যান্ত্রিক সমস্যায় দীর্ঘক্ষণ আটকে ছিল মেট্রো ৷ যাত্রীরা জানান, আচমকাই একটা বিস্ফোরণের শব্দ পান তাঁরা ৷ তারপরেই বিকল হয়ে যায় মেট্রো ৷ রবিবার রাতের এই ঘটনার জেরে টালিগঞ্জ এবং কবি সুভাষ স্টেশনের মাঝে বেশ কিছু ক্ষণ বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন চলাচল। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য বিস্ফোরণের বিষয় নিয়ে কোনও সঠিক তথ্য দেননি। মেট্রো সূত্রে খবর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে গড়িয়াগামী মেট্রোতে ওই বিপত্তি দেখা দিয়েছিল ।