#কেন্দ্রপাড়া: শিবরাত্রীর উপোষ করে তিনি মন্দিরে গিয়েছিলেন জল ঢালতে৷ কিন্তু পুজোর মাঝেই এমন ঘটনা ঘটবে বুঝতে পারেননি তিনি৷ কিন্তু ধর্মের স্থানেই চড়াও হল ধর্ষকের দল৷ওড়িশার কেন্দ্রপাড়া এলাকার একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ওই ৩৫ বছরের মহিলা৷ নিয়ম মেনে সারাদিন উপোষ করে বুধবার পুজোয় বসেছিলেন তিনি৷ দীর্ঘদিন ধরে সার্ভিকাল ক্যান্সারে ভূগছিলেন তিনি৷ সেই রোগের নিরাময়ের জন্যই প্রার্থনা করতে বসেছিলেন মহাদেবের কাছে৷ কিন্তু হঠাৎ রাতে মন্দিরে ওই মহিলাকে একা দেখে এসে চড়াও হল৷ আশেপাশে কেউ নেই, আতঙ্কে প্রথমে বাক্য হারা হয়ে পড়েছিলেন ওই মহিলা৷ তারপর সম্বিত ফিরতেই চিৎকার করতে শুরু করলেন তিনি৷ কাছেই বসতি থাকায় লোকে ছুটে আসে মন্দিরে৷ বেকায়দা বুঝে এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rape