#কলকাতা:সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সারা দেশে সর্বোচ্চ নম্বর পেয়েছেন গাজিয়াবাদের মেঘনা শ্রীবাস্তব ৷ স্বাভাবিক ভাবেই প্রথম হওয়ার আনন্দ থাকলেও একেবারেই হতবাক মেঘনা ৷ কারণ ৫00-র মধ্যে মেঘনা পেয়েছেন ৪৯৯ ৷ মাত্র এক নম্বর কাটা গিয়েছে তার ৷
ফলাফল জানার পরই একটি ইংরেজি ওয়েবসাইটকে দেওয়া একান্ত সাক্ষাত্কারে স্টেপ বাই স্টেপ স্কুলের মেধাবী ছাত্রী বলেন, "রেজাল্ট দেখে বিশ্বাসই করতে পারছিলাম না ৷ ৪৯৯ পাব ভাবতেই পারিনি ৷ কেউ কি সত্যিই ভাবতে পারে এত নম্বর পাবে?"
মেঘনার সম্পূর্ণ রেজাল্ট-ইংরেজি-৯৯ইতিহাস-১00ভূগোল-১০০মনোবিজ্ঞান-১০০অর্থনীতি-১০০
বিজ্ঞান ও কলা বিভাগের মিশ্র বিষয় নিয়ে পড়াশোনা করেছেন মেঘনা ৷ তাই ডাক্তার, ইঞ্জিনিয়র নয়, মনোবিদ হওয়ারই স্বপ্ন দেখেন তিনি ৷
আরও পড়ুন: সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত, জেনে নিন কোন কোন ওয়েবসাইটে জানা যাবে ফল
আর মেঘনার সাফল্যের মন্ত্র? পরিশ্রম ও একাগ্রতাই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন মেঘনা ৷ প্রথম দিন থেকে পরিকল্পনা ছকে নিয়ে পড়লেই সাফল্য আসবে বলেই তিনি জানাচ্ছেন আগামী দিনের পরিক্ষার্থীদের ৷
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।