#দিল্লি: আসরে নেমেও কৃষক নেতাদের বোঝাতে ব্যর্থ হলেন অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কৃষক নেতাদের বৈঠক থেকেও কোনও সমাধান সূত্র বেরোল না৷ উল্টে জটিল হল পরিস্থিতি৷ কৃষক নেতারা এ দিন একটাই জবাব চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে৷ তা হল সরকার নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহার করবে কি না? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের জানিয়ে দিয়েছেন, সরকার আইন প্রত্যাহারে রাজি নয়৷ এই পরিস্থিতি বুধবার কৃষক নেতাদের সঙ্গে সরকারের ষষ্ঠ দফার বৈঠকও বাতিল করে দিয়েছেন কৃষক সংগঠনগুলি৷ কাল দুপুর বারোটায় নিজেরে মধ্যে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারী কৃষকরা৷
বৈঠক শেষ সর্বভারতীয় কৃষক সভার সাধারম সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, সরকার আইন প্রত্যাহারে রাজি নয়৷ তবে সরকারের তরফ থেকে তাঁদের কাছে নতুন একটি প্রস্তাব দেওয়া হবে বিবেচনার জন্য৷ বুধবার বেলা বারোটায় দিল্লি- হরিয়ানা সিংঘু সীমান্তে ফের নিজেদের মধ্যে আলোচনায় বসবে কৃষক সংগঠনগুলি৷ তার পরেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা৷
Tomorrow we will hold a meeting at Singhu border (Delhi-Haryana border) at 12 pm: Hannan Mollah, General Secretary, All India Kisan Sabha. #FarmersProtest pic.twitter.com/AxMrdwH1xn
— ANI (@ANI) December 8, 2020
যেহেতু সরকার আইন প্রত্যাহারে রাজি নয়, তাই নতুন করে আলোচনায় রাজি নন কৃষক নেতারা৷ তাই বুধবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে ষষ্ঠ দফার আলোচনাতেও অংশ নিচ্ছেন না তাঁরা৷ কারণ তাঁদেরও একটাই দাবি, আইন প্রত্যাহার করতে হবে৷ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেও তাঁরা জানিয়ে দিয়েছিলেন, হ্যাঁ অথবা না- অমিত শাহের থেকে একটাই জবাব চান তাঁরা৷
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি৷ সন্ধেবেলায় অমিত শাহ কৃষক নেতাদের বৈঠকে ডাকায় জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ কিন্তু দু' পক্ষই অবস্থানে অনড় থাকে সেই সম্ভাবনাও ভেস্তে গেল৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Farm Laws, Farmers Protest