#নয়াদিল্লি: সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে শুক্রবার নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত জেলায় কোভিড ১৯ (Coronavirus In India) সংক্রমণ বেড়ে চলেছে সেই সমস্ত জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কন্টেইমেন্ট জোন করার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে ৷ গৃহ মন্ত্রকের তরফে মহামারির জন্য মে মাসের জন্য যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তাতে দেশের কোনও জায়গায় লকডাউন জারি করার বিষয়ে কিছু বলা নেই ৷
রাজ্যগুলিকে সেই সমস্ত জেলাগুলিকে চিহ্নিত করতে বলা হয়েছে যেখানে কোভিড-১৯ সংক্রমণের রেট ১০ শতাংশের বেশি বা যেখানে এক সপ্তাহে হাসপাতালের বেড ৬০ শতাংশের বেশি ভর্তি হয়েছে ৷ এই সমস্ত জেলাগুলিকে স্থানীয় কন্টেইমেন্ট জোন করার বিষয়ে পর্যালোচনা করতে বলা হয়েছে কেন্দ্রের তরফে ৷
গৃহ মন্ত্রকের তরফে জানানো হয়েছে মহামারি মোকাবিলায় সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তার উপরে নজর রাখতে হবে ৷ যে সমস্ত জায়গায় সংক্রমণের সংখ্যা বেশি সেখানে এমারজেন্সি পরিষেবা ছাড়া রাতের সময় মানুষের গতিবিধির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে ৷ সামাজিক, রাজনৈতিক, খেলা, বিনোদন, সাংস্কৃতিক, ধার্মিক-সহ অন্যান্য অনুষ্ঠানে ভিড়ে উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে ৷ বিয়ের অনুষ্ঠানে অধিকতম ৫০ জন এবং শেষকৃত্যে ২০ জন সামিল থাকতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus