#পটনা:দীর্ঘদিন ধরেই স্কিৎজোফ্রেনিয়া ভুগছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা গণিতজ্ঞ বশিষ্ঠ নারায়ণ সিং। বৃহস্পতিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন মিলে তাঁকে তড়িঘড়ি পটনা মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি । কিন্তু এত বড় মাপের একজন মানুষের মৃত্যুর পর যে এরকম ঘটনা ঘটবে, সেটাও কেউ ভাবতে পারেননি !
মৃত্যুর পর পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দীর্ঘক্ষণ পড়ে থাকল বশিষ্ঠ নারায়ণ সিংয়ের দেহ। কোনও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা পর্যন্ত করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। সেই খবর প্রচার হতেই হাসপাতালে পৌঁছন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁকে স্বাগত জানাতে গিয়ে রেড কার্পেট বিছোনো নিয়েও শুরু হয় বিতর্ক। শেষে বিহার বিভূতির শেষকৃত্যের ব্যবস্থা করেন নীতীশ কুমার নিজেই।
उफ़्फ़, इतनी विराट प्रतिभा की ऐसी उपेक्षा? विश्व जिसकी मेधा का लोहा माना उसके प्रति उसी का बिहार इतना पत्थर हो गया? @NitishKumar @girirajsinghbjp @AshwiniKChoubey @nityanandraibjp आप सबसे सवाल बनता हैं ! भारतमाँ क्यूँ सौंपे ऐसे मेधावी बेटे इस देश को जब हम उन्हें सम्भाल ही न सकें? https://t.co/mg6Pgy4VEm
— Dr Kumar Vishvas (@DrKumarVishwas) November 14, 2019
আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্রকেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিহারের এই কৃতি সন্তান। সেই মানুষের মরদেহ বেশ কয়েক ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরেই খোলা আকাশের নিচে ফেলে রাখা হয়। পরে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশাসনের কাছে খবর পৌঁছয়। শেষপর্যন্ত অ্যাম্বুল্যান্স মেলে ৷