#নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা৷ বিশেষ করে নিচু জায়গাগুলি জলের তলায় থাকায় শহরে যান চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে, এমনই আশঙ্কা৷ বরাখাম্বা এলাকার মিন্টো ব্রিজের তলায় জলে ডুবে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে৷
ব্রিজের তলায় ওই ব্যক্তির দেহ ভেসে উঠতে দেখা যায়৷ ছোট একটি গাড়ির চালক ছিলেন তিনি৷ নাম কুন্দন৷ নয়াদিল্লির রেলস্টেশন থেকে গাড়ি নিয়ে যাওয়ার সময় ঘটে বিপত্তি৷ এতটা জল ছিল যে, তার গাড়ি পুরো ডুবে যায়৷ এবং তিনি নিজেও সাঁতরে সেই জমা জল থেকে বাইরে আসতে পারেননি৷
আইটিওর কাছে আন্না কলোনির বহু বাড়িও ডুবে গিয়েছে৷ দিল্লি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিত্যযাত্রীদের সাবধানতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ট্যুইটার মারফত সচেতন করা হয়েছে সব যাত্রীদের৷
জলে ডুবে যাওয়া রাস্তার ছবি ও ভিডিও পোস্ট করেছেন অনেকে৷ অনেকের বাড়িতে জল ঢুকে গিয়েছে৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে৷
আজাদপুর থেকে মুবারকা চৌক পর্যন্ত ট্রাফিক অত্যন্ত শ্লথ গতিতে চলছে৷ একই অবস্থা হয়েছে মিন্টো রোড, মথুরা রোড, আউটার রিং রোড, মেহরৌলি-বদরপুর রোড এবং আসরাম চৌকে৷ গাড়ি চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে এই সব এলাকায়৷ একইভাবে যে সব জায়গাগুলির কথা উঠে আসছে স্লো ট্রাফিকের জন্য সেগুলি হল যশবন্ত প্লেস থেকে অশোক রোড, ধৌলা কৌন ফ্লাইওভারের নীচের রাস্তা এবং মুন্দকা মেট্রো স্টেশনের কাছে৷
#WATCH Delhi: Fire Department personnel rescue people on-board a bus that was stuck in a waterlogged road under Minto Bridge following heavy rainfall in the national capital this morning. pic.twitter.com/wBCjSRtvqw
— ANI (@ANI) July 19, 2020
দমকল কর্তৃপক্ষের থেকে জানানো হয়েছে যে, বাস এবং দু'টি অটোরিক্সা মিন্টো ব্রিজের তলায় জলে আটকে পড়েছে৷ বাস ও অটো চালকদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ৷