Video: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস, ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালি করে ফেলার নির্দেশ!

Video: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস, ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালি করে ফেলার নির্দেশ!

উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস

এই দুর্যোগের ফলে বেশ কয়েক জনের ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷

 • Share this:

  #চামোলি: উত্তরাখণ্ডে ভয়াবহ তুষার ধস নেমেছে৷ চামোলি হিমবাহে ফাটল, এবং ধস৷ ধুলিগঙ্গায় এই ধস নেমেছে চামোলির জেলার রেনি গ্রামে৷ ফলে ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালি করে ফেলার নির্দেশ দিয়েছেন জেলাশাসক৷ চামোলি জেলায় এই দুর্যোগ, জেলা আধিকারিক, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে তৎপরতার সঙ্গে কাজ করতে উদ্যত হয়েছে৷ সবরকম ব্যবস্থা করছে সরকার এবং কোনও গুজবে কান দেবেন না৷ সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন উত্তরাখাণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত৷

  যোশিমঠের কাছে হিমবাহে ফাটল ধরা পড়ে৷ ধসের জন্য ধুলিগঙ্গার বাঁধে ভাঙন ধরে৷ এই দুর্যোগের ফলে বেশ কয়েক জনের ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ ধুলিগঙ্গার দু’পাশে গ্রাম খালির নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই৷ ঋষিগঙ্গা বিদ্যু‍ৎ প্রকল্পের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ উদ্ধার কাজে নেমে পড়েছে ITBP৷

  Published by:Pooja Basu
  First published:

  লেটেস্ট খবর