#মুম্বই: মুম্বইয়ের মানখুর্দে ভয়াবহ আগুন। শুক্রবার দুপুরে প্রায় ১০ থেকে ১২ ফুট উঁচু আগুনের ধোঁয়া দেখে চমকে যান সকলেই। হুহু করে ছড়াতে থাকে ধোঁয়া। কিছুক্ষণের মধ্যেই আগুনের খবর ছড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ১৫টি দমকলের গাড়ি। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত মৃতের বা আহতের কোনও খবর নেই।
মানখুর্দের ওই এলাকায় কুলারের স্ক্রেপ মেটেরিয়ল জমা করা হয়। সেই ভাঙাচোরা জিনিসেই আগুন লেগে যায় কোনওকারণে। এরপর আগুন ছড়াতে শুরু করে। ওই সময় ওই এলাকায় কিছু লোক কাজও করছিলেন। আগুন বাড়তে থাকায় এলাকার মানুষ প্রথমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু পর পর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নেয় আগুন। মনে করা হচ্ছে ওই আগুনের কুণ্ডে আটকা পড়ে থাকতে পারেন মানুষ। কিন্তু আগুন নেভানো না গেলে তা জানা সম্ভব নয়।
আগুনের ধোঁয়া এত উঁচুতে উঠে যায় যে ওই ভয়াবহ ধোঁয়ায় আতঙ্ক ছড়াতে থাকে। দমকলের তরফে জানানো হয়েছে আরও গাড়ি পাঠানো হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য।