#কলকাতা: মহেশতলায় রাসায়নিকের কারখানায় আগুন।রাত ১২টা নাগাদ কারখানায় আগুন দেখতে পান কর্মীরা। প্রথমে স্থানীয় বাসিন্দারা ও কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের ১০ টি ইঞ্জিন।
আশপাশে জনবসতি থাকায় আতঙ্ক ছড়ায় এলাকায়। কারখানার ভিতরে রাসায়নিক পদার্থ থাকায় আগুনে দ্রুত ছড়িয়ে পড়ে ৷ তীব্রতা এত ছিল যে কারখানার পাশের দু'টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ আগুনে কারখানার দুই কর্মী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণে বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন ৷ দমকলকর্মীরা তাঁদের উদ্ধার করেন ৷ জেনারেটার থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fire in Factory, Kolkata, Mahestala, Massive Fire