#নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছিল ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সের নাগরিকদের করোনার টিকারকরণ প্রক্রিয়া চালু করা হবে ৷ তবে গোটা দেশে প্রতিদিন যে ভাবে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং ভ্যাকসিনের ঘাটতি দেখা দিচ্ছে তার জেরে ১ মে থেকে ১৮+ নাগরিকদের ভ্যাকসিন দেওয়া মুশকিল বলে জানিয়ে দিয়েছে একাধিক রাজ্য ৷ মহারাষ্ট্র এবং দিল্লির তরফে জানানো হয়েছে যে তাদের কাছে পর্যাপ্ত সংখ্যায় ডোজ নেই ৷ ফলে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না ৷
টিকাকরণের নতুন পর্যায়ের জন্য বুধবার থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু করে দেওয়া হয়েছে ৷ প্রথমে টেকনিক্যাল সমস্যা দেখা দিলেও পরে প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশেন করিয়েছেন ৷ দেখে নিন কোনও রাজ্যে আপাতত ১৮ বছরের ঊর্ধ্বদের করোনা টিকাকরণ হবে না ৷
১. মুম্বইয়ে শুক্রবার থেকে ৩ দিনের জন্য ভ্যাকসিনেশন বন্ধ করে দেওয়া হয়েছে ৷ ভ্যাকসিনের পর্যাপ্ত ডোজ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ BMC-এর তরফে জানানো হয়েছে ৪৫+ নাগরিকদের জন্য ভ্যাকসিনেশন প্রক্রিয়া জারি থাকবে ৷ পাশাপাশি সমস্ত নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে টিকারকরণ সেন্টারে অযথা ভিড় না বাড়ানোর জন্য ৷ভ্যাক্সিন কেবলমাত্র অল্প সময়ের জন্য সরবরাহ করা হয় তাই পর্যাপ্ত পরিমাণে সব জায়গায় পাওয়া যায় না। তবে ৪৫+ বছর বয়সী সমস্ত নাগরিকরা টিকা দেওয়া হবে ।
২. দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, সংস্থার কাছ থেকে সাপ্লাইয়ের অপেক্ষা করছে ৷ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, ভ্যাকসিন নেই ৷ এর জন্য সংস্থার কাছে আবেদন করা হয়েছে ভ্যাকসিন পাঠানোর জন্য ৷
৩. মধ্যপ্রদেশেও ১৮ বছরের ঊর্ধ্বদের টিকাকরণ সম্ভব নয় ৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন সংস্থার কাছে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে ৷ তবে ১ মে এর মধ্যে ভ্যাকসিন পাওয়া যাবে না ৷ ভ্যাকসিন পেলেই টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে ৷
৪. ঝাড়খণ্ডেও একই পরিস্থিতি ৷ সীরম ও ভারত বায়োটেকের কাছে থেকে ২৫-২৫ লক্ষ টিকার অর্ডার দেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে কেন্দ্র সরকারের অর্ডার দিতেই ১৫-২০ মে পর্যন্ত সময় লাগবে ৷ ফলে ঝাড়খণ্ডে ১ মে ভ্যাকসিন সাপ্লাই দেওয়া সম্ভব নয় ৷
৫. বিহারেও ১ মে থেকে ১৮ থেকে ৪৫ বছরের নাগরিকদের ভ্যাকসিনেশন সম্ভব নয়৷ তবে রেজিস্ট্রেশন জারি থাকবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona vaccination, Corona Virus