হোম /খবর /দেশ /
চলছে লকডাউন, ওড়িশার বিচে লাখ লাখ অলিভ রিডলে কচ্ছপের ছানা বেরল ডিম ফুটে

চলছে লকডাউন, ওড়িশার বিচে লাখ লাখ অলিভ রিডলে কচ্ছপের ছানা বেরল ডিম ফুটে

  • Last Updated :
  • Share this:

#ওড়িশা: গোটা দেশেই চলছে লক ডাউন । করোনা আতঙ্কে এখন গৃহবন্দি গোটা দেশই । আর সেই সুযোগেই যেন ডানা মেলতে চলেছে এই বসুন্ধরা । কবি লিখেছিলেন, ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ গোটা দেশ যখন কাবু ক্ষুদ্রাতিক্ষুদ্র একটি ভাইরাসের চোখ রাঙানিতে । বিশ্ব যখন নাভিঃশ্বাস তুলছে । তখন আপন খেয়ালে ফের নিজেকে একটু গুছিয়ে নি্চ্ছে প্রকৃতি । মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা । নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ,, নীলগাই, বাঘরোল, ভামের দল । পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে ।

সেই লকডাউনের সুযোগেই ওড়িশার সমুদ্রতটে ডিম পেড়েছিল অলিভ রিডলে কচ্ছপ । হাজার হাজার ডিম সমুদ্রের বালিতে পুঁতে দিয়ে চলে গিয়েছে মা কচ্ছপরা । এখন পর্যটনকেন্দ্র গুলো জনশূন্য । ওড়িশার বিচও তাই মানুষের অত্যাচার মুক্ত । নির্জন সেই সমুদ্র সৈকতে এবার জন্ম নিল লাখ লাখ রিডলে কচ্ছপের ছানা । গুটি গুটি পায়ে সেই কচ্ছপ ছানারা খেলা করল বালির উপর । তারপর ধীরে ধীরে সমুদ্রের জলে গা ভাসিয়ে দিল । নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটাবে বলে । ওড়িশার গঞ্জাম এর রুশিকুল্যা সমুদ্রতট ধরে প্রায় ৬ কিলোমিটার জায়গা জুড়ে ডিম পেরেছিল মা রিডলে । প্রতিটা বাসা থেকে প্রায় ৮০-১০০ টা কচ্ছপের জন্ম হয়েছে । ওয়াইল্ডলাইফ অর্গানাইজেশন এর তরফ থেকে জানানো হচ্ছে, প্রায় ৫০% কচ্ছপের সংখ্যা বেড়ে গেল লকডাউনের সৌজন্যে । লকডাউনের একেবারে প্রথম ধাপেই এরা সমুদ্রতটে এসেছিল ডিম পাড়ার জন্য । ২১ মার্চ থেকে শুরু করে প্রায় ২৮ মার্চ পর্যন্ত ডিম পেড়ে গিয়েছে মা কচ্ছপ । এতদিনে পৃথিবীর আলো দেখল তার ছানারা ।

Published by:Simli Raha
First published:

Tags: Lockdown, Odisha, Olive Ridley turtles