#কুলু: পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন জনজাতির মধ্যে থাকে নানা রীতি রেওয়াজ৷ ভারতেও দীর্ঘদিন ধরে বসবাস করছে এমনই নানা উপজাতি, সম্প্রদায় যাদের রীতি রেওয়াজ একেবারে অবাক করে দেওয়া৷ তেমনই একটি গ্রাম হিমাচল প্রদেশের কুলু এলাকার একটি গ্রাম পিনি৷ সেখানে বছরের একটি নির্দিষ্ট দিনে বিবাহিত মহিলাদের নগ্ন থাকাই রীতি৷ কারণ, দীর্ঘদিন ধরে উৎসবে এমন রীতিই চলে আসছে৷ গ্রামে বছরের একটি নির্দিষ্ট দিনে একটি উৎসব হয়, যেখানে বিবাহিত মহিলাদের নগ্ন থাকাই রীতি৷ এর পাশাপাশি আরও একটি নিয়ম আছে এই গ্রামে৷ উৎসবের কয়েকটি দিন স্বামী স্ত্রীয়ের মুখ দেখাদেখি বন্ধ থাকে এই গ্রামটিতে৷ পাশ দিয়ে চলে গেলেও একে অপরের দিকে তাকিয়ে হেসে কথা বলা বারণ থাকে এই কদিন৷ অবাক লাগছে, তাই তো? অবাক হওয়ারই কথা৷ একবিংশ শতাব্দীতেও কীভাবে এই রীতি দীর্ঘদিন ধরে চলছে, সেটাই অবাক করা৷ কিন্তু অবিশ্বাস্য বিষয় হল, এই গ্রামের নারী পুরুষ নির্বিশেষে কেউই কোনওদিন এই রীতি নিয়ে আপত্তি করেননি৷ বরং সকলেই এই রেওয়াজ পালন করেন মন থেকেই৷ উৎসবে অংশগ্রহণ করেন আট থেকে আশি সকলেই৷ তবে এই রীতির একটা ইতিহাস আছে৷ স্থানীয় পূরাণ মতে ‘ভাদ্রব’ মাসে ‘লহু ঘোন্দ’-এর শক্তিতে ধ্বংস হয় অশুভ শক্তি৷ আর সেই মাহেন্দ্রক্ষণ পালন করতেই এই উৎসবে এমন রীতি চলে আসছে৷ এই ক’দিন মহিলারা নগ্ন থাকেন ঠিকই, তবে লজ্জা নিবারণ করতে পরে থাকেন একটি উলের চাদরের মতো পোশাক৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।