#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুক মঙ্গলবার ১৫ ডিসেম্বর ফুয়েল ফর ইন্ডিয়া ২০২০ (Facebook Fuel for India 2020) ইভেন্টে হোস্ট করছে৷ এই ইভেন্টে মার্ক জুকারবার্গ এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ভারতের আর্থিক বৃদ্ধি, ডিজিটাইজেশন এবং ছোট ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে কথা বলবেন ৷
ফেসবুকের চিফ রেভিনিউ অফিসার ডেভিড ফিশার এই বিষয়ে জানিয়েছেন ৷ তিনি আরও জানিয়েছেন, ফেসবুক ভারতে লম্বা সময়ের জন্য বিনিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ ৷ এর জন্য লাগাতার ব্যবসায়ীদের নতুন নতুন পদ্ধতি পেশ করা হয়েছে, যাতে তাঁরা অনলাইনে আরও অ্যাক্টিভ হতে পারেন এবং তাঁদের ব্যবসা বৃদ্ধিতে সাহায্য হয় ৷