বেঙ্গালুরু: কর্ণাটকে নতুন কংগ্রেস সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ২০২৪ সালের আগে বিরোধী ঐক্য তুলে ধরার আদর্শ মঞ্চ হতে পারত৷ কিন্তু সম্ভবত তা হচ্ছে না৷ কারণ এখনও পর্যন্ত যা খবর, তাতে বিরোধী শিবিরের সব বড় মুখকে সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাবে না৷
সূত্রের খবর, সিদ্দারামাইয়ার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে আমন্ত্রণই পাঠানো হয়নি৷ আবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকার জন্য শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না৷ তবে দলের পক্ষ থেকে প্রতিনিধি পাঠাচ্ছেন মমতা৷
আরও পড়ুন: বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?
এ ছাড়াও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়বন, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিকেও আমন্ত্রণ জানানো হয়নি৷ আমন্ত্রণ পাননি বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীও৷
আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর সহকারী তেজস্বী যাদবও৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে৷ এর পাশাপাশি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, বামেদের পক্ষ থেকে ডি রাজা ও সীতারাম ইয়েচুরি এবং অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসানকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷
এ ছাড়াও কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী হিসেবে রাজস্থানের অশোক গেহলট, ছত্তীসগড়ের ভূপেশ বাঘেল এবং হিমাচল প্রদেশের সুখবিন্দর সিং সুখুও আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন৷
আগামী শনিবার বেলা সাড়ে বারোটায় বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন সিদ্দারামাইয়া৷ শপথ নেবেন তাঁর সহকারী ডি কে শিবকুমার সহ অন্যান্য মন্ত্রীরাও৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Karnataka, Mamata Banerjee