হোম /খবর /দেশ /
মানিক সাহাই হচ্ছেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী, দিল্লিতে বৈঠক শেষে ঘোষণা BJPর

Tripura | Manik Saha: মানিক সাহাই হচ্ছেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী, দিল্লিতে বৈঠক শেষে ঘোষণা বিজেপি-র

তেইশের নির্বাচনে ৬০ বিধানসভা আসনের ত্রিপুরা বিধানসভার ৩৩ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আর একটি আসনে জয় পেয়েছে বিজেপির জোট সঙ্গী আই

  • Share this:

নয়াদিল্লি: যাবতীয় জল্পনার অবসান। ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই মানিক সাহাই। দিল্লিতে পরিষদীয় দলের বৈঠক শেষে সিদ্ধান্ত নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সোমবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ত্রিপুরার রাজ্যপালের সঙ্গে দেখা করে ত্রিপুরায় জোট সরকার গড়ার দাবি জানাবেন মানিক। আগামী পরশু, ৮ মার্চ বুধবার আগরতলার বিবেকানন্দ ময়দান, অর্থাৎ, আস্তাবল মাঠে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এছাড়া, অন্য বিজেপি শাসিত রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রীরও উপস্থিত থাকার কথা ওই দিনের অনুষ্ঠানে।

তেইশের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। কিন্তু, কে হবেন ত্রিপুরার পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে জল্পনা কম ছিল না। মানিক সাহার প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছিল ধনপুর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের নাম। তবে শেষমেশ মানিকেই সিলমোহর দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুন: 'আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল', কিন্তু জানেন কি, এর পিছনে লুকিয়ে আছে কোন পৌরাণিক কাহিনি?

বামেদের ২৫ বছরের শাসনে শেষ ঘোষণা করে ২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতা দখল করে বিজেপি-র বিপ্লব দেব। কিন্তু, তেইশের নির্বাচনের ১০ মাস আগে রাতারাতি বদলে যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মুখ। তড়িঘড়ি দিল্লিতে ডাক পড়ে বিপ্লবের। অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা তিনি। তখন ২০২২ সালের মে মাস। বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রী করা হয় পেশায় দন্ত চিকিৎসক এবং স্বচ্ছ ভাবমূর্তির মানিক সাহাকে। তারপর থেকে ত্রিপুরা বিজেপির হাল তাঁরই হাতে।

আরও পড়ুন: গর্ভে থাকাকালীনই শিখে যাবে ৫০০ শব্দ! শিশু শিক্ষার নয়া দিশা এই ভারতেই...

বিজেপি সূত্রের খবর, গত কয়েকমাস রীতিমতো নাওয়া-খাওয়া ভুলে নির্বাচনী কাজ সামলেছেন মানিক। একদিনে দক্ষ প্রশাসকের মতো মুখ্যমন্ত্রীর কর্তব্য পালন করেছেন, অন্যদিকে, দক্ষ সংগঠকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে। তেইশের নির্বাচনে বিরোধীদের সমস্ত অঙ্ক পেরিয়ে ত্রিপুরায় ক্ষমতায় আসা খুব একটা সহজ ছিল না বিজেপির পক্ষে। তাই তেইশের জয়ের সিংহভাগ কৃতিত্বই মানিকের অক্লান্ত পরিশ্রমের বলে মনে করছে ত্রিপুরা বিজেপির একাংশ। রাজনৈতিক মহলের একাংশের মতে, মানিক সাহাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে তাঁর সেই পরিশ্রমেরই পুরস্কার দিল বিজেপি।

তেইশের নির্বাচনে ৬০ বিধানসভা আসনের ত্রিপুরা বিধানসভার ৩৩ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। আর একটি আসনে জয় পেয়েছে বিজেপির জোট সঙ্গী আই

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Manik Saha, Tripura