আগরতলা: রাজ্য সরকার এবং সিভিল সার্ভিস অফিসারদের মধ্যে একটা আস্থার সম্পর্ক রয়েছে। সরকারের যে চিন্তাভাবনা এবং জনগণের জন্য যে সমস্ত প্রকল্প রূপায়িত হয়ে থাকে সেটা অফিসারদের কাজের মাধ্যমে বাস্তবায়িত হয়। সরকার তাই এই অফিসারদের উপর খুবই আস্থা রাখে। সেই সঙ্গে কর্মচারীদের সুযোগ সুবিধা ও অধিকার যতটুকু দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করছে সরকার। রবিবার সরকারি অফিসার ও কর্মীদের কয়েকটি সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
ত্রিপুরা গেজেটেড অফিসার্স সংঘের উদ্যোগে আইজিএম হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ। এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জনের মতো স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের চাহিদা ও জোগানের মধ্যে সমতা বজায় রাখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে সঠিক সময়ে ব্যবহার না করার কারণে সংগৃহীত রক্ত নষ্ট হয়ে যায়। সেটা যাতে না ঘটে তার জন্য খেয়াল রাখতে হবে। রক্তদান মহৎ দান। এর কোনও বিকল্প নেই। চ্ক্ষুদান, মরনোত্তর দেহদান, শিক্ষাদান, বস্ত্রদান ইত্যাদি দান করা যায়। কিন্তু রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানো যায়। এর কোনও জাতি, ধর্ম বর্ণ নেই।
আরও পড়ুন: ভারত জোড়ো যাত্রায় মন্তব্যের জের... সাতসকালে রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ
রাজ্যে এই মুহূর্তে রক্তের স্বল্পতা মেটাতে রাজ্যবাসীর কাছে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উদ্যোক্তা সংগঠনের এই ধরনের সামাজিক কাজের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি এই রক্তদান শিবিরে চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী যাঁরা রক্তদান করেছেন, তাঁদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, নির্বাচনের সময় রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা ছিল। এ জন্যই সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যম মারফত রাজ্যবাসীর কাছে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান রাখা হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হচ্ছে।
বিশালগড়ে অফিসার্স সংগঠনের পক্ষ থেকে আরও একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের স্বল্পতা মেটাতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এই সরকারের স্বচ্ছতা নিয়ে কোনও প্রশ্ন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের জন্য কাজ করে। সিভিল সার্ভিস অফিসার এবং কর্মচারীদের উপরও আস্থা রেখে কাজ করে সরকার। কারণ রাজ্যের মানুষের স্বার্থে কাজ করেন তারা।
এদিকে একইদিনে সকালে আগরতলার সরকারি মেডিক্যাল কলেজ ও জিবি হাসপাতালে ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিকাল কেয়ার মেডিসিন অর্থাৎ আইএসসিসিএম ত্রিপুরা শাখার উদ্যোগেও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Manik Saha, Tripura