#গুজরাত: ইটিভি গুজরাতের স্টুডিও থেকে ধৃত মহেশ শাহ ৷ প্রায় ১৪ হাজার কোটি টাকার হিসাব বর্হিভূত আয় ৷ দীর্ঘদিন ধরে খুঁজছিল আয়কর দফতর ৷ বিপুল কালো টাকার মালিক ধৃত ব্যবসায়ী ৷
আয়কর দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই ব্যক্তি আমেদাবাদের বাসিন্দা ৷ নাম মহেশ শাহ ৷ এই ব্যক্তি প্রায় ৭০ বছর ধরে আমদানি ও রপ্তানির ব্যবসা করছিলেন ৷
সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী, আয়কর ভরার শেষদিন আয়কর বিভাগকে ফোন করে নিজের কালো সম্পত্তির কথা জানান এই ব্যক্তি ৷ এই কারণেই, মাঝরাতে আয়করের দফতর খুলে মহেশের কাছে কর্মীরা যান ৷
মোদি সরকার কালো সম্পতিকে বৈধ করার জন্য ৩০ সেপ্টেম্বর অবধি সময় দিয়েছিল, কিন্তু যথা সময়ে নিজের কালো সম্পত্তি ঘোষণা করতে পারেননি গুজরাটের মহেশ ৷ এই কারণেই নিজের কালো সম্পত্তির কথা জানিয়ে আয়কর দফতরে ফোন করেন মহেশ শাহ ৷ মহেশের কালো সম্পত্তির পরিমাণ দেখে হতবাক হয়েছে আয়কর দফতরের কর্মীরা ৷
কিন্তু শনিবার সম্পূর্ণ অন্য দাবি করেন আমেদাবাদের এই ব্যবসায়ী ৷ এদিন মহেশ শাহ নামে ওই ব্যক্তি জানান ১৩,৮৬০ কোটি টাকা তার নয় ৷ ইটিভি গুজরাটির স্টুডিওতে উপস্থিত মহেশ শাহ এক্সক্লুসিভ একটি সাক্ষাৎকারে স্বীকার করেন যে তিনি আয়কর দফতরে কাছে এই টাকার কথা জানিয়েছিলেন ৷ ‘আমাকে ফাঁসানো হয়েছে ৷ কিছু লোক আমাকে ফাঁসিয়েছে’, মন্তব্য ধৃত ব্যবসায়ীর ৷
মহেশ শাহ জানান, যে এই টাকা তার নয় ৷ কিন্তু পাশাপাশি এও বলেন যে এই টাকা আসলে কার সে বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না ৷ তিনি বলেন যে আমি জানাবো না এটা গুজরাট বা মহারাষ্ট্রের কোনও ব্যক্তির কি না ৷ তবে এটা অবশ্যই বলতে পারি যে এই টাকা এই দেশের মানুষেরই টাকা ৷ তিনি আরও জানান যে এই টাকা কোনও অপরাধির টাকা নয় ৷ এই টাকা নেতা, সরকারি আধিকারিক ও ব্যবসায়ীদের ৷ তিনি আরও জানান, এই টাকার কার সেটা তিনি জানাবেন আয়কর আধিকারকদের ৷
সাক্ষাৎকার চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় সার্কেট থানার পুলিশ ও আয়কর দফতরের আধিকারিকরা ৷ মহেশ শাহকে সেখান থেকেই আটক করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Black money, ETV News Bangla, Gujarat Property Dealer, Mahesh Shah, Man Who Disclosed Rs 13680 Cr Surfaces at Network18 Studio