#নয়াদিল্লি: অবিবাহিত ছেলেমেয়েদের একটা জিনিস বারবারই শুনতে হয়, সেটা হল- ‘কবে বিয়ে করছিস..’ ৷ বাবা-মা, আত্মীয়স্বজনরা হোক কিংবা বন্ধুবান্ধব ৷ সবারই এটা যেন একটা কমন প্রশ্ন ৷ এখন বিয়ে কে কবে করবে, সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্তই হওয়া উচিৎ ৷ কিন্তু পারিবারিক চাপে সেটা সবসময়ে হয়তো সম্ভব হয়ে ওঠে না ৷ বারবারই শুনতে হয়, ‘বাবু বিয়ের বয়স তো হয়ে গেল, এবার বিয়েটা সেরেই ফেল ৷ আর দেরি করিস না...৷’’
সম্প্রতি একটি ট্যুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে এক যুবক লিখেছে, ‘‘আমি বিয়ে ততদিন করব না, যতদিন Mi 10T Pro মোবাইলটি হাতে পাব না ৷’’ তবে মজার ব্যাপার হল, এই ট্যুইট ভাইরাল হতেই ফোন প্রায় সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে গেলেন তিনি ৷ আর সেই ব্যবস্থা করা হল মোবাইল প্রস্তুতিকারী সংস্থা Xiaomi-র তরফেই ৷ Mi ফোনের বিরাট ফ্যান কামাল আহমেদ এর জন্য শাওমি সংস্থাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ট্যুইটারে ৷ তিনি লেখেন, ‘‘ শেষপর্যন্ত আমার হাতে এসেই গেল এই দৈত্য ৷ Mi 10T Pro একটি দুর্দান্ত ফোন ৷ খুবই সুন্দর দেখতে ৷ দারুণ সব ফিচার্স রয়েছে এই ফোনে ৷ আপনাদের অনেক ধন্যবাদ ৷ ’’
এই ফোনটি আদতে কতটা ভাল, তা তো ব্যবহার করার পরেই বোঝা যাবে ৷ কিন্তু নেটিজেনদের মনে এখন আরেকটা প্রশ্ন, মোবাইল তো পেয়ে গেলেন কামাল আহমেদ ৷ এবার কি তাহলে বিয়ে করবেন তিনি ?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Xiaomi