হোম /খবর /দেশ /
বসার চেয়ার নিয়ে ঝামেলা অফিসে! সহকর্মীকে সটান গুলিই করে দিল গুরগাঁওয়ের যুবক

Gururgram: অফিসে বসার চেয়ার নিয়ে ঝামেলা! সহকর্মীকে সটান গুলিই করে দিল গুরগাঁওয়ের যুবক

বচসা মাত্রা ছাড়াতে বিরক্ত হয়ে অফিস থেকে বেরিয়ে যান বিশাল। অভিযোগ, বিশাল যখন অফিসের বাইরের চত্বরে ঘোরাফেরা করছেন, তখন হঠাৎই তাঁকে পিছন থেকে গুলি করেন আমন।

  • Local18
  • Last Updated :
  • Share this:

গুরগাঁও: চেয়ার নিয়ে ঝগড়া যে এই পর্যায়ে পৌঁছে যাবে তা বোধহয় অফিসের কেউই আন্দাজ করতে পারেননি। বসার চেয়ার নিয়ে ঝগড়া হয়েছিল প্রথম দিন। সেই থেকেই তিক্ততার শুরু। তারপর পরের দিন যা ঘটল, তা তো অবিশ্বাস্য!

বছর তেইশের বিশাল গুরগাঁওয়ের সেক্টর ৯ এর ফিরোজ গান্ধি কলোনির বাসিন্দা। আর অন্যদিকে, হরিয়াণার হিসারের বাসিন্দা আমন জাঙ্গরা। দুজনেই গুরগাঁওয়ের একটি ফিনান্স ফার্মের কর্মী। স্থানীয় সূত্রের খবর, কাজে গিয়ে বসার চেয়ার নিয়ে হঠাৎই বচসা বাঁধে আমন এবং বিশালের মধ্যে। সেই দিন কোনও রকমে সহকর্মীরা সেই ঝগড়া থামিয়ে দেয়। কিন্তু, তাতেও সমস্যাটা যে চিরতরে মিটে যায়নি তা বোঝা যায় পরের দিন। পরের দিন সেই একই চেয়ার নিয়ে আবারও বচসায় জড়ান বিশাল এবং আমন।

আরও পড়ুন: তুলসী গাছের আশপাশে ভুলেও রাখবেন না এই ৫ জিনিস! সংসারে ঘনিয়ে আসতে পারে মহাবিপদ

বচসা মাত্রা ছাড়াতে বিরক্ত হয়ে অফিস থেকে বেরিয়ে যান বিশাল। অভিযোগ, বিশাল যখন অফিসের বাইরের চত্বরে ঘোরাফেরা করছেন, তখন হঠাৎই তাঁকে পিছন থেকে গুলি করেন আমন। তারপরেই চম্পট দেয় এলাকা থেকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিশাল।

আরও পড়ুন: কাজ করছেন প্রচুর, কিন্তু প্রোমোশন হচ্ছে না! এই ৭টি কাজ নিয়মিত করেন কি?

বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে বিশালের। গুলিতে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। অভিযুক্ত আমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে, তাঁকে ধরার চেষ্টা চালানো হচ্ছে।

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Delhi