হোম /খবর /দেশ /
সোশ্যাল মিডিয়ায় আসক্ত নন, এমন পাত্রী চাই! বিজ্ঞাপন দিলেন খোদ পাত্র!

সোশ্যাল মিডিয়ায় আসক্ত নন, এমন পাত্রী চাই! বিজ্ঞাপন দিলেন খোদ পাত্র! হেসেই খুন সকলে

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

এই পাত্রের দেওয়া বিজ্ঞাপনে লেখা আছে, তিনি যান তাঁর হবু বৌ যেন সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয় । যা দেখে নেটিজেনরা তো হেসেই খুন ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আজকের দিনে এমন দাবি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ । একটা সময় ছিল যখন পাত্র বা পাত্রীর খোঁজ শুরু হলে জাত-পাত, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অর্থিক স্বচ্ছলতা, সৌন্দর্য্য সবটাই দেখা হত খুঁটিয়ে খুঁটিয়ে । খুব খুঁতখুঁত পরিবার হলে গান জানা, নাচ জানা, রান্না জানা, সেলাই-ফোঁড়াই পারে কিনা, চুল লম্বা আর ঘন কিনা...এমনই হাজার খানেক ফর্দ মিলিয়ে তবে বিয়ের পাকা কথা হত ।

এই ২০২০ সালে দাঁড়িয়ে এখন আর সেই যুগ নেই । ছেলে-মেয়েরা আজ স্বাবলম্বী । নিজেদের জীবনসঙ্গী তাঁরা নিজেরাই বেছে নেয় । তবে যদি বা অ্যারেঞ্জড ম্যারেজ হয়ও, সেখানেও বিয়ের শর্তগুলো থাকে অত্যাধুনিক । একে অপরের পছন্দ নিয়ে আলোচনা করে তাঁরা, পছন্দের গেম বা সিনেমা বা বই বা গানের তালিকা মিলিয়ে দেখা হয় । রাজনৈতিক মতাদর্শ থেকে শুরু করে বাজার দর, সবটা নিয়েই এখন অনেক খোলামেলা হবু পাত্রপাত্রীরা ।

তবে তার মধ্যেও কিছু কিছু একেবারে থাকে বাঁধা গতের বাইরে । যেমন, এই বিজ্ঞাপনটি । এই পাত্রের দেওয়া বিজ্ঞাপনে লেখা আছে, তিনি যান তাঁর হবু বৌ যেন সোশ্যাল মিডিয়ায় আসক্ত না হয় । যা দেখে নেটিজেনরা তো হেসেই খুন । এমনও বিয়ের বিজ্ঞাপন হয় তা হলে!

আসলে আজকালকার দিনের ছেলেমেয়েদের জীবনে মস্ত বড় একটা অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া । কখনও সখনও সেই আসক্তি মাত্রা ছাড়িয়ে যায় । মানুষ ভুলতে বসে তাঁর পরিবার, পরিজন, হাসি, সুখ-দুঃখ, গল্প, আশপাশের গোটা দুনিয়াই । তাঁর ধ্যান-জ্ঞান সবই যখন ডিজিটাল দুনিয়ায় আটকে পড়ে । তাই অনেকেই পছন্দ করেন না সোশ্যাল মিডিয়ায় আসক্ত মেয়েকে ঘরের বৌমা করে নিয়ে যেতে ।

Published by:Simli Raha
First published:

Tags: Matrimonial Advertisement, Social Media