#ময়ুরভঞ্জ: পার্সেলের বাক্সের ভিতর চলে এল সাপ! এই ঘটনাই ঘটেছে ময়ুরভঞ্জ জেলার রায়রংপুরে । রায়রংপুরের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মূর্তু নায়ক,পেশায় একজন হার্ডওয়ার ব্যবসায়ী । তাঁর কাছেই আসে একটি পার্সেল , সেটি খুলেই ভয়াবহ দৃশ্য-পার্সেল প্যাকের ভিতর রয়েছে একটি ৬ফুট শঙ্খচূড় সাপ ।
দেখেই ঘাবড়ে গিয়েছিলেন তিনি ।তবে দেরি না করে নিকটবর্তী ফরেস্ট অফিসারকে খবর দিয়েছিলেন তিনি । বনদফতরের আধিকারিকরা এসে সেই শঙ্খচূড়কে উদ্ধার করে নিয়ে যায় ও পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: King Cobra, Odisa, Parcel