#বেঙ্গালুরু: করোনা ভাইরাসের জেরে টানা লকডাউনে চলছে ৷ বন্ধ রয়েছে সমস্ত দোকান ৷ তবে তৃতীয় দফার লকডাউন শুরু হতেই সোমবার ৪ মে প্রথম মদের দোকান খোলা হয় ৷ সোমবার সকাল থেকেই মদের দোকানের সামনে বিশাল ভিড় দেখা যায় ৷ কর্নাটকে রেকর্ড বিক্রি হয়েছে মদ ৷ একদিন ৪৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে ৷
এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কর্নাটকে ৫২৮৪১ টাকার মদের বিল ভাইরাল হয়ে গিয়েছে ৷ এর জেরে ক্রেতা ও দোকানদার দু’জনেই সমস্যায় পড়েছেন ৷ বিল ভাইরাল হতেই এক্সাইজ ডিপার্টমেন্ট বৈধ সীমার বেশি মদ বিক্রি করার কারণে বেঙ্গালুরুর এক বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷
শুল্ক দফতরের নিয়ম অনুযায়ী, মদের রিটেল আউটলেট থেকে একজন ব্যক্তি প্রতিদিন ২.৬ লিটারের বেশি মদ (IMFL) কিনতে পারবেন না ৷ বিয়ারের ক্ষেত্রে ১৮ লিটারের বেশি একজনকে বিক্রি করা যাবে না ৷ অথচ এই বিল অনুযায়ী, দক্ষিণ বেঙ্গালুরুর এক বিক্রেতা একজন গ্রাহককে ১৩৫ লিটার মদ ও ৩৫ লিটার বিয়ার বিক্রি করেছে ৷
যিনি মদ কিনেছেন এবং বিলটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি ৷ শুল্ক দফতরের নিয়ম অমান্য করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷
দোকানদারকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সাফাইয়ে বলেন যে ৮ জন ব্যক্তি একসঙ্গে মদ কিনেছেন ৷ কিন্তু পেমেন্ট একটি কার্ড থেকে করেছেন ৷ শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে যে তারা দোকানদারের দেওয়া তথ্য যাচাই করে দেখছে ৷ এরপরই কোনও মামলা করা হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bill Viral In Social Media, Liquor, Man Purchased Liquor