#মুম্বই: প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকাকে চুম্বন করতে বাধা দেওয়ায় মারাত্মক পরিণতি হল এক যুবকের ৷ যুগলকে ঘনিষ্ঠ হতে বাধা দেওয়ায় তারা ক্ষেপে গিয়ে ভাঙা কাচ নিয়ে ঝাঁপিয়ে পড়ে যুবকের ওপর ৷ গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে ৷ এমনই ঘটনার সাক্ষী রইল সেন্ট্রাল মুম্বইয়ের পারেল ৷
পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবক গণেশ সাহানি মুম্বইয়ের পারেলের একটি বিখ্যাত কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় একটি দৃশ্য দেখে চমকে যান ৷ গণেশ জানিয়েছেন, কলেজের সামনে প্রকাশ্য রাস্তায় এক তরুণ ও তরুণীকে অশোভন আচরণ করতে দেখে থমকে যান ৷ জনসমক্ষে একে অপরকে চুমু খেতে দেখে তিনি বাধা দিতে গেলে তাঁকে আক্রমণ করে মন্টি নামের ওই তরুণ ৷
অভিযোগ, প্রথমে ধাক্কাধাক্কি ও হুমকি দেওয়া হয় গণেশকে ৷ পরে মন্টি ভাঙা কাচ নিয়ে ঝাঁপিয়ে পড়ে গণেশের উপর ৷ আক্রান্ত যুবকের অভিযোগ শুধু মন্টি নয়, তার পাঁচ বন্ধুও তাঁকে প্রবল মারধর করেন ৷
ভাঙা কাচে রক্তাক্ত গণেশ সাহানিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ অভিযুক্তদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে পুলিশ ৷ ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Couple Kissing In Public, Kissing In Public, Lover Attacked, Man Attacked by lover