হোম /খবর /দেশ /
খুন করে মহিলার হৃদপিণ্ড দিয়ে আলুর তরকারি রান্না! নৃশংস বললেও কম বলা হবে

খুন করে মহিলার হৃদপিণ্ড দিয়ে আলুর তরকারি রান্না! নৃশংস বললেও কম বলা হবে

Murder Case: এর থেকে ভয়ঙ্কর কাণ্ড হালফিলে হয়নি! মহিলার হৃদপিণ্ড বের করে তরকারি রান্না!

  • Share this:

ওয়াশিংটন : খুন। যেমন তেমন খুন নয়। এমন খুন যে নৃশংস বললেও কম বলা হবে। শ্রদ্ধা হত্যাকাণ্ডের খবর শুনে আঁতকে উঠেছিল গোটা ভারত। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের এক খুনী এমন কাণ্ড ঘটালেন, শুনে হাড়হিম হয়ে যেতে পারে।

খুন করে এক মহিলার দেহ থেকে হৃদপিণ্ড বের করে নিল সেই খুনী। তার পর তা দিয়ে আলুর তরকারি রান্না করে ফেলল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ঘটনা। ৪ বছরের শিশু সমেত ৩ জনকে নৃশংসভাবে খুন করল সেই ব্যক্তি। তার পর ঘটাল এমন ভয়ানক কাণ্ড।

আরও পড়ুন- বিশ্বের সেরা বিমানবন্দর সিঙ্গাপুর! সেরার তালিকায় এবছর প্রথম ২০-তে কোনগুলি ?

যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হবে খুনীর। তবে যে কাণ্ড তিনি ঘটিয়েছেন, তাতে অনেকেই যাবজ্জীবন কারাবাসের সাজাও কম বলে মনে করছেন। লরেন্স পল অ্যান্ডারসন নামের ওই ব্যক্তি খুনগুলি করেছিলেন ২০২১ সালে।

খুনের অভিযোগে আগে থেকেই জেলে ছিল সে। তার পর জেল থেকে মুক্তি পেয়ে লরেন্স পল আবার খুন করেন। অ্যান্ড্রেয়া ব্ল্যাঙ্কশিপ নামের এক প্রতিবেশী মহিলাকে খুন করে  সে। তার পর সেই মহিলার হৃদপিণ্ড শরীর থেকে বের করে নেয়। সেই হৃদপিণ্ডের দিয়ে আলুর তরকারি রান্না করে খায় লরেন্স।

আরও পডুন- বাংলাদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা, পদ্মাসেতুর কাছেই সব শেষ! শুধুই মৃতদেহের মিছিল

অ্যান্ড্রেয়ার হৃদপিণ্ড বের করে এক আত্মীয়ের বাড়ি নিয়ে রান্না করে লরেন্স।  এক ৬৭ এর বৃদ্ধ ও তাঁর ৪ বছরের নাতনিকেও খুন করে ওই খুনী। পুলিশ তার মুখে জবানবন্দি শুনে চমকে ওঠে। কেন এতটা নৃশংসভাবে খুন করল ওই ব্যক্তি! সেই ব্যাপারে কিছু জানা যায়নি সেভাবে। তবে প্রতিহিংসা থেকেই খুন বলে ধারণা করছে পুলিশ।

Published by:Suman Majumder
First published:

Tags: America, Murder