#জব্বলপুর: বার বার কাজে যাওয়ার জন্য জোর করতেন স্ত্রী৷ আর সেই রাগেই স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী৷ তার পর নিজেও আত্মঘাতী হল সেই ব্যক্তি৷ নৃশংস এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরে৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কাচি দিয়ে কুপিয়ে নিজের স্ত্রীকে হত্যা করে তিরিশ বছর বয়সি বিভর সাহু নামে ওই ব্যক্তি৷ পুলিশ যখন দেহ দু'টি উদ্ধার করে, তখন চারপাশ রক্তে ভেসে যাচ্ছে৷ ওই দম্পতির বাড়িতেই তাদের দেহ উদ্ধার হয়৷
জানা গিয়েছে, ঘটনার সময় ওই ব্যক্তির মা এবং ভাই একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে গিয়েছিলেন৷ বাড়িতে ফেরার পর তাঁরাই ওই বিভোর এবং তার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন৷
আরও পড়ুন: 'মেয়েকে ফেরাতে পারব না', রিমার মাকে ফোন মমতার! দিলেন জোড়া আশ্বাসজানা গিয়েছে, পেশায় গাড়ির চালক বিভোর সাহু গত পনেরো দিন ধরে কাজে যাচ্ছিল না৷ স্বামী কাজে না যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী৷ স্বামী যাতে সংসারের জন্য উপার্জন করেন, সেটাই বার বার বোঝাতেন তিনি৷
কিন্তু স্ত্রী বার বার কাজে যেতে বলায় বিরক্ত হত বিভোর৷ এই নিয়ে দু' জনের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়৷ তার পরেই বিভোর তার স্ত্রীর উপরে কাচি দিয়ে হামলা চালায়৷ পরে নিজেেকও শেষ করে দেয় সে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime, Madhya Pradesh, Murder