অবশেষে স্বপ্নপূরণ! MNC ছেড়ে পেয়ারা ব্যবসায় লাখপতি ললিত

Picture: News 18 Hindi

Picture: News 18 Hindi

লক্ষ টাকার মালিক ললিত। আগের চেয়ে ৮গুণ বেশি উপার্জন করেন তিনি

  • Last Updated :
  • Share this:

    #পাটনা: দারিদ্রের জন্য নিজের স্বপ্নপূরণ করতে পারেননি ললিত । কিন্তু শেষ পর্যন্ত ইচ্ছাশক্তি ও উদ্যমের কাছে হেরে গিয়েছে যাবতীয় প্রতিকূলতা ।

    ছোট থেকেই বাগানের পরিচর্যা করতে ভালবাসতেন বিহারের ললিত । ভাবতেন বড় হয়ে তাঁরও হবে নিজস্ব একটি সুন্দর বাগান । কিন্তু প্রচন্ড অভাবের তাড়নায় সেই ইচ্ছা পূরণ হয়নি । পড়াশুনা শেষ করে তাই জীবিকা নির্বাহের জন্য পাড়ি দিয়েছিলেন মুম্বই । দীর্ঘ আট বছর ধরে কাজ করেছেন এক বহুজাতিক সংস্থায় ।

    হঠাৎ করেই বাবার মৃত্যুর খবর পান ললিত ফিরে আসতে হয় গ্রামে । এরপরই স্বপ্নপূরণের জন্য আরও একবার উঠে পড়ে লেগেছিলেন তিনি । সঞ্চয়ের টাকা দিয়েই শুরু করেন উদ্যানপালনের কাজ । এরপরই চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন পেয়ারার চাষ । আজ প্রায় ১২ বিঘা জমিতে এই পেয়ারার চাষ করেন ললিত । তাঁর এই ক্ষেতে গাছের সংখ্যা প্রায় ১,২০০ । প্রায় ১০ রকমের পেয়ারার চাষ হয় এই ক্ষেতে । এখন লক্ষ টাকার মালিক ললিত। আগের চেয়ে ৮গুণ বেশি উপার্জন করেন তিনি ।

    আরও পড়ুন: প্রবল উদ্যমের কাছে হার মেনেছে প্রতিকূলতা, এসেছে সীমাহীন সাফল্য

    কিন্তু শুধুমাত্র নিজের স্বপ্নপূরণ করেই থেমে থাকেন নি ললিত । তাঁর ক্ষেতে কাজ করেন গ্রামেরই প্রচুর যুবক । ললিতের জন্যই তাঁরা একটু ভালভাবে বাঁচতে পারছেন । খুলেছেন একটি স্কুলও যেখানে স্বল্পমূল্যে গরীব শিশুদেরও পড়াশুনা করার ব্যবস্থাও আছে ।

    প্রথমে গ্রামবাসীরাও ললিতের চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেও এখন সকলেই একবাক্যে মেনে নিয়েছেন ললিতের চিন্তাধারা নিঃসন্দেহে প্রশংশনীয় । ললিতকে দেখে শেখা উচিৎ সকলেরই, এমনটাই মত গ্রামবাসীদের ।

    First published:

    Tags: Bihar, Inspirational story, Lalit