• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রেমিকার সঙ্গে দেখা করায় বাড়ির দোতলা থেকে ফেলে দেওয়া হল প্রেমিককে !

প্রেমিকার সঙ্গে দেখা করায় বাড়ির দোতলা থেকে ফেলে দেওয়া হল প্রেমিককে !

প্রেমিকের কাছে ছিল একটাই আবদার ৷ একেবারে রোমিও মতো বাড়ির বারান্দায় এসে ভ্যালেন্টাইনস ডে-তে বলতে হবে ‘আমি তোমাকে ভালোবাসি’ ৷

প্রেমিকের কাছে ছিল একটাই আবদার ৷ একেবারে রোমিও মতো বাড়ির বারান্দায় এসে ভ্যালেন্টাইনস ডে-তে বলতে হবে ‘আমি তোমাকে ভালোবাসি’ ৷

প্রেমিকের কাছে ছিল একটাই আবদার ৷ একেবারে রোমিও মতো বাড়ির বারান্দায় এসে ভ্যালেন্টাইনস ডে-তে বলতে হবে ‘আমি তোমাকে ভালোবাসি’ ৷

 • Share this:

  #ইন্দোর: প্রেমিকের কাছে ছিল একটাই আবদার ৷ একেবারে রোমিও মতো বাড়ির বারান্দায় এসে ভ্যালেন্টাইনস ডে-তে বলতে হবে ‘আমি তোমাকে ভালোবাসি’ ৷ আর প্রেমিকার সেই কথা রাখতে গিয়েই, ছাদ থেকে পড়ে হাড়গোর ভাঙলেন ইন্দোরের এক প্রেমিক ! তবে এ পড়া প্রেমে পড়ার মতো নিজে থেকে নয় ৷ উলটে প্রেমিকার ভাই, মা ও কাকিমা মিলেই প্রেমিককে সোজা ধাক্কা মারলেন দোতলার বারান্দা থেকে ! বুধবার ঘটনাটি ঘটেছে ইন্দোরে ৷

  পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বুধবার রাত বারোটা নাগাদ প্রেমিকার বাড়িতে পৌঁছয় বছর সতেরোর প্রেমিক ৷ জলের পাইপ বেয়ে কোনওরকমে পৌঁছয় প্রেমিকার বারান্দায় ৷ তারপরই প্রেমিকার ভাই, মা ও কাকিমার হাতে ধরা পড়ে কিশোর৷ তারপরই বারান্দা দিয়ে ধাক্কা ৷

  মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকঘণ্টা পড়ে থাকেন কিশোর ৷ ভোরবেলা স্থানীয় লোকদের সাহায্যে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷

  মাঝরাতে কিশোরকে মেয়ের ঘরে দেখে, রেগে মেগে কিশোরকে বারান্দা দিয়ে ধাক্কা দেওয়া হয় বলেই প্রেমিকার পরিবারের দিকে অভিযোগের আঙুল তোলে কিশোর ৷

  First published: