#নয়াদিল্লি: ট্রাফিক পুলিশকে সামনে দেখেও থামলেন না ৷ গাড়ির বনেটের ওপর পুলিশকে নিয়েই দিল্লির রাজপথে তুমুল গতিতে গাড়ি চালিয়ে গেলেন চালক ৷ স্টিয়ারিংয়ে হাত দিয়ে কায়দা, কখনও গাড়ি ডানদিকে তো কখনও বা দিকে ৷ বনেটের মধ্যেই ওলট-পালট খেলেন পুলিশ৷ তবে ড্রাইভার অবিচল ৷ তারপর হঠাৎ খচাৎ করে ব্রেক ! গোটা কাণ্ড দেখে তো ব্যস্ত রাস্তার মানুষেরা হতবাক !
ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে, ভুল রাস্তায়, তুমুল গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন এক ব্যক্তি ৷ তাঁকে দেখে ট্রাফিক পুলিশ গাড়ি আটক করতে যান ৷ কিন্তু জেদি ড্রাইভার পুলিশের কথা কানেও তোলেননি, উল্টে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে বনেটে তুলে তুমুল জোরে চলল গাড়ি!
গোটা কাণ্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা পুরো ঘটনার তীব্র নিন্দা করছে ৷
দেখুন সেই ভিডিও---
Worst thing I saw today pic.twitter.com/bDLkfxACal
— desi mojito (@desimojito) February 2, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।