#বলোদা: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিয়ের মঞ্চে নাচতে নাচতে হঠাৎই অসুস্থ হয়ে পড়ছেন একজন৷ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
ঘটনাটি ছত্তীসগড়ের রাজনন্দগাঁও-এর একটি বিয়ের আসরে এই ঘটনাটি ঘটেছে বলে খবর৷ মৃতের নাম দিলীপ রৌজকর, তাঁর বাড়ি বালোদ জেলায়৷ তিনি ভিলাই স্টিল প্ল্যান্টের কর্মী ছিলেন তিনি৷
ঘটনাটি ঘটেছে গত ৪ মে থেকে ৫ মেয়ের মধ্যে৷ এই দু’টি দিনের সংযোগস্থলে, অর্থাৎ মধ্যরাতে এই ঘটনা ঘটেছে৷ তাঁর এক ভাইঝির বিয়েতে তিনি এসেছিলেন ও নাচছিলেন৷ তিনি গানের সঙ্গে বেশ উত্তেজনার সঙ্গে নাচছিলেন৷ কিন্তু হঠাৎই তিনি নাচতে নাচতেই পড়ে যান৷ পড়ে গিয়ে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হন৷ আর এই গোটা ঘটনা ধরা পড়ে ক্যামেরায়৷
10 May 2023 : 🇮🇳 : BSP engineer got 💔attack💉 while dancing at niece’s wedding, died#heartattack2023 #TsunamiOfDeath pic.twitter.com/b0dNv3k2Av
— Anand Panna (@AnandPanna1) May 10, 2023
আরও পড়ুন: রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম’! কেন বিজেপি ‘বহিরাগত’, ব্যাখ্যা কুণাল ঘোষের
ভিডিওতে দেখা যাচ্ছে, দিলীপ নাচছেন৷ গানের মধ্যে অনেকক্ষণ নাচছেন৷ মাঝে মাঝে নাচতে নাচতে তিনি হঠাৎ বসে পড়েন৷ বসে পড়ার পরেই দেখা যায়, তাঁর কোনও অস্বস্তি হচ্ছে৷ তিনি দু’বার বড় করে শ্বাস নেন৷ তার পর বসে বসেই হঠাৎ করে এলিয়ে পড়েন তিনি৷
ওই মঞ্চের উপরেই শুয়ে পড়েন৷ প্রাথমিক ভাবে তিনি পড়ে যাওয়ার পর আশেপাশের লোকেরা ছুটে আসেন৷ মঞ্চের নাচ থেকে যায়৷ সকলে এগিয়ে এসে তিনি জাগাতে চেষ্টা করেন৷ ভিডিও এখানেই শেষ হয়ে যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video