ইউটিউবে ভিডিও দেখে প্রসবের চেষ্টা, স্বামীর দায়িত্বজ্ঞানহীনতায় মৃত স্ত্রী

Representational Image

Representational Image

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে আমরা অনেকেই নতুন নতুন জিনিস চেষ্টা করে থাকি ৷ উন্নত প্রযুক্তির যেমন ভালো দিক আছে ৷ তেমনই সহজেই ডেকে আনতে পারে বিপদ ৷

  • Last Updated :
  • Share this:

    #চেন্নাই: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে আমরা অনেকেই নতুন নতুন জিনিস চেষ্টা করে থাকি ৷ উন্নত প্রযুক্তির যেমন ভালো দিক আছে ৷ তেমনই সহজেই ডেকে আনতে পারে বিপদ ৷ সম্প্রতি ইউটিউবে ভিডিও দেখে স্ত্রীর ডেলিভারি করানো চেষ্টা করেন তামিল নাড়ুর এক ব্যক্তি ৷ আর তার জেরেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা ৷ ডেমো ভিডিও দেখে স্ত্রীর পরিকল্পনা নিয়েছিলেন স্বামী ৷ আর এর জেরেই প্রাণ হারাতে হল স্ত্রীকে ৷

    আরও পড়ুন: পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা, অভিযুক্ত গৃহশিক্ষক

    তামিলনাড়ুর এই ঘটনা মনে করিয়ে দেবে বলিউডের হিট হিন্দি ছবি থ্রি-ইডিয়টসের দৃশ্য ৷ মৃত মহিলার নাম কৃতিকা (২৮)। কৃতিকা একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী কারথিকেয়ান ও তার দুই বন্ধু বাড়িতেই ভিডিও দেখে তার ডেলিভারি করানোর চেষ্টা করেন ৷ পুলিশ জানিয়েছেন, ওই দম্পতি স্বাভাবিক প্রসবে বিশ্বাস করতেন ৷ কিন্তু চিকিৎসকের কাছে না গিয়ে নিজেরাই করার সিদ্ধান্ত নেন ৷

    আরও পড়ুন: ওলা, উবরের লড়াইয়ে নয়া অ্যাপ ক্যাব, কলকাতায় চালু হচ্ছে জাস্ট গো

    সেই জন্য বাড়িতেই সমস্ত ব্যবস্থা করেছিলেন ইউটিউব দেখে ৷ কৃতিকা র প্রসব বেদনা শুরু হলে তাদের বন্ধু লাবণ্য ও প্রবীন নামে দু'জন বন্ধুকে খবর দেওয়া হয় ৷ কৃতিকা সুস্থ কন্যাসন্তান জন্ম দিলেও কিছুক্ষণ পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়ে যায় ৷ এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ কারথিকেয়ান, লাবণ্য ও প্রবীনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    আরও পড়ুন: টেট ২০১৪ ঘিরে জটিলতার আশঙ্কা, সঠিক উত্তরের জন্য রিপোর্ট তলব হাইকোর্টের

    First published:

    Tags: Tamil Nadu, YouTube videos