#চেন্নাই: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখে আমরা অনেকেই নতুন নতুন জিনিস চেষ্টা করে থাকি ৷ উন্নত প্রযুক্তির যেমন ভালো দিক আছে ৷ তেমনই সহজেই ডেকে আনতে পারে বিপদ ৷ সম্প্রতি ইউটিউবে ভিডিও দেখে স্ত্রীর ডেলিভারি করানো চেষ্টা করেন তামিল নাড়ুর এক ব্যক্তি ৷ আর তার জেরেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা ৷ ডেমো ভিডিও দেখে স্ত্রীর পরিকল্পনা নিয়েছিলেন স্বামী ৷ আর এর জেরেই প্রাণ হারাতে হল স্ত্রীকে ৷
আরও পড়ুন: পড়া না পারায় চারবছরের শিশুকে গরম খুন্তির ছেঁকা, অভিযুক্ত গৃহশিক্ষক
তামিলনাড়ুর এই ঘটনা মনে করিয়ে দেবে বলিউডের হিট হিন্দি ছবি থ্রি-ইডিয়টসের দৃশ্য ৷ মৃত মহিলার নাম কৃতিকা (২৮)। কৃতিকা একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা ছিলেন। তাঁর স্বামী কারথিকেয়ান ও তার দুই বন্ধু বাড়িতেই ভিডিও দেখে তার ডেলিভারি করানোর চেষ্টা করেন ৷ পুলিশ জানিয়েছেন, ওই দম্পতি স্বাভাবিক প্রসবে বিশ্বাস করতেন ৷ কিন্তু চিকিৎসকের কাছে না গিয়ে নিজেরাই করার সিদ্ধান্ত নেন ৷
আরও পড়ুন: ওলা, উবরের লড়াইয়ে নয়া অ্যাপ ক্যাব, কলকাতায় চালু হচ্ছে জাস্ট গো
সেই জন্য বাড়িতেই সমস্ত ব্যবস্থা করেছিলেন ইউটিউব দেখে ৷ কৃতিকা র প্রসব বেদনা শুরু হলে তাদের বন্ধু লাবণ্য ও প্রবীন নামে দু'জন বন্ধুকে খবর দেওয়া হয় ৷ কৃতিকা সুস্থ কন্যাসন্তান জন্ম দিলেও কিছুক্ষণ পর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়ে যায় ৷ এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ কারথিকেয়ান, লাবণ্য ও প্রবীনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: টেট ২০১৪ ঘিরে জটিলতার আশঙ্কা, সঠিক উত্তরের জন্য রিপোর্ট তলব হাইকোর্টের
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tamil Nadu, YouTube videos