#ViralVideo:মনের জোরে কী না হয়! এক পা নিয়ে দৌড় শেষে নেচে নিজেকে 'হিরো' প্রমাণ করলেন যুবক...

#ViralVideo:মনের জোরে কী না হয়! এক পা নিয়ে দৌড় শেষে নেচে নিজেকে 'হিরো' প্রমাণ করলেন যুবক...
Photo Courtesy: Facebook

মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের অনুপ্রেরণা জোগাবে এই যুবকের ভিডিও!

  • Share this:

#পুণে: হিরোর সজ্ঞা কী হতে পারে, সেটা ভেবেছন কখনও৷ সুপুরুষ বা বীর ছাড়া কী হিরো হওয়া যায় না? মোটেই না পুরটাই মনের ব্যাপার৷ মানসিক দৃঢ়তাই একজন মানুষকে সকলের চোখে হিরো বানিয়ে দেয় আর অন্যকে জিরো! দেখে নিন এই ব্যক্তিকে৷ কোনও এক দুর্ঘটনায় নিজের এক পা কাটা পড়েছে৷ খুব স্বাভাবিক এর ফলে নানা অসুবিধায় পড়তে হয়েছে তাকে৷ যার জেরে বদলে গেছে জীবনের চেনা ছন্দ৷ তবে জীবনের লড়াইয়ে তিনি হার মানেননি৷ উল্টে নিজের মতো করে জীবেন নিয়ে এসেছেন আনন্দ৷

যাবতীয় সমস্যা, দুঃখ হার মেনেছে এই মানুষটির সাহসের কাছে৷ এক পা নিয়েই তিনি পৃথিবী জয় করতে বেরিয়েছেন৷ পুণে শহরে ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন তিনি৷ পুরোটা রাস্তা তিনি দৌড়েছেন৷ দৌড় শেষে জনপ্রিয় মারাঠি ছবি সাইরাটের গানের সঙ্গে চুটিয়ে নাচলেন তিনি৷ প্রমাণ করলেন যে মনের জোড়ই শেষ কথা৷ হাজার প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করে মনের জোরই৷ মানসিকভাবে ভেঙে পড়া অনেককেই অনুপ্ররণা জোগাবে এই ভিডিওটি৷

আরও পড়ুনশেষ মুহূর্তে বিয়ে ভাঙার প্রস্তাব হবু বরকে, পাত্রের উত্তর...TikTok ভিডিওয়ে শোরগোল

First published: December 4, 2019, 11:07 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर