#নয়াদিল্লি: বয়ে গিয়েছে অনেকটা সময় ৷ কিছুটা হয়তো থেমে গিয়েছিল বির্তকের ঝড় ৷ তাই হয়তো দীর্ঘদিন পর সংসদের সেন্ট্রাল হলে মমতা বন্দ্যোপধ্যায় ও মুকুল রায়ের দেখা হওয়ার পর রাজনৈতিক মহলে নতুন কানাঘুষো ৷ তবে সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে দু’জনের সৌজন্য বিনিময়ের ছবিও দেখল গোটা সংসদ। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মহলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ প্রসঙ্গে মুকুল রায় মন্তব্য করেন, ‘একশো শতাংশ সৌজন্য সাক্ষাৎ এর মধ্যে কোনও রাজনীতি নেই !’
সারদা মামলায় মুকুল রায়কে সিবিআই তলব করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তথা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ে মুকুল রায়ের। কার্যত এখন দলের বাইরে তিনি। তাঁর নতুন দল গঠন নিয়েও জল্পনা তুঙ্গে। এ সবের মাঝে-ই দু’জনের সৌজন্য বিনিময় নতুন মোড় এনে দিল তৃণমূল রাজনীতিতে। একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড বলা হত তাঁকে। দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই সব চাইতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সেই মুকুল রায় এখন তৃণমূলে থেকেও কার্যত দলের বাইরে। মুকুল-মমতার মধ্যে সঙ্গে এখন কয়েকশো যোজন দূরত্ব। দেখা তো দূরঅস্ত্, সামান্য কথাবার্তাও নেই। কিন্তু বুধবার সংসদের সেন্ট্রাল হলে হঠাৎ-ই দেখা হলেও, সৌজন্য বিনিময় করতে ভুললেন না দু’জনে। এমনকী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মুকুলের পরিচয় করিয়ে দেন মমতা ৷
তবে রাজনৈতিক মহলে এই সাক্ষাঋ নিয়ে চাপা উত্তেজনা ৷ যতই মমতা ও মুকুল দু’জনেই এই সাক্ষাৎকে শুধুই সৌজন্যমূলক বলে ব্যাখা করুক না কেন, অনেকেই মনে করছেন, কোনও নতুন রাজনৈতিক চালের ইঙ্গিতও পাচ্ছেন অনেকে ৷ প্রশ্ন উঠছে এদিনের সাক্ষাতে সৌজন্য দেখিয়ে কি মুকুলের সঙ্গে সম্পর্কের গুমোট ভাবটা কাটাতে চাইলেন তৃণমূলনেত্রী। নাকি তাঁকে বার্তা দিলেন, আচরণ শুধরোলে দলের মূল স্রোতে ফেরার রাস্তা এখনও খোলা ? উত্তর জানার অপেক্ষায় সবাই।
আপাতত, শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে শরদের বাড়িতে পৌঁছছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শরদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সন্ধে নাগাদ সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা ৷ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর যথেষ্ট ঘটনাবহুল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Mukul roy, Parliament