#গুয়াহাটি: কলকাতা পুরভোটে (KMC Elections 2021) রেকর্ড জয়ের পরই কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Assam)৷ যদিও এ দিন অসমে মুখ্যমন্ত্রীর ঝটিকা সফর পূর্ব নির্ধারিতই ছিল৷ কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে বিকেলেই কলকাতায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজো দেওয়ার যথাযথ ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য অসম সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রীর এ দিনের সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং অরাজনৈতিক৷ যদিও মুখ্যমন্ত্রীর এই সফরের সঙ্গে রাজনীতির যোগ একেবারে উড়িয়েও দিতে পারছেন না রাজনৈতিক বিশ্লষকরা৷ কারণ এখন তৃণমূলের পাখির চোখ উত্তর পূর্বের রাজ্যগুলি৷ সেই তালিকায় রয়েছে অসমও৷
আরও পড়ুন: নাতনি আয়াতের আবদার, শীতের সন্ধ্যায় হুডখোলা বাসে কলকাতা ঘোরালেন 'দাদু' ফিরহাদ
এ দিন দুপুরে মুখ্যমন্ত্রী যখন গুয়াহাটিতে পৌঁছন ততক্ষণে কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে৷ গুয়াহাটি বিমানবন্দরে নেমে সরাসরি কামাখ্যা মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য কামাখ্যা মন্দির সহ যাত্রাপথের দু' ধারেই প্রচুর উৎসাহী মানুষের ভিড় ছিল৷ দিদি, দিদি রবও শোনা যায়৷
আরও পড়ুন: ২০১৫-র পুনরাবৃত্তি, ভোটে জিতেই তৃণমূলের পথে তিন নির্দল
কামাখ্যা মন্দিরে গিয়ে নিয়ম মেনে প্রথমে মন্দির চত্বরের পুকুরে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর মূল গর্ভগৃহে গিয়ে পুজো দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মন্দির চত্বরে৷ কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর কিছুটা দূরে বগলা মন্দিরেও যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে বেরনোর সময় পুরোহিতদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনাদের সবাইকে ধন্যবাদ৷ সরকারকেও ধন্যবাদ৷' বগলা মন্দির থেকে বেরিয়ে বিকেলেই বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী৷
প্রথমে শোনা গিয়েছিল, মুখ্যমন্ত্রী গুয়াহাটি থেকে হয়তো শিলং যেতে পারেন৷ কারণ সেখানে এখন প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসই৷ শেষ পর্যন্ত অবশ্য এবারের সফরে শিলং গেলেন না তৃণমূলনেত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Mamata Banerjee