হোম /খবর /দেশ /
বৃষ্টির কমলা সতর্কতা জারি,দিঘার সমুদ্র বাঁধের বর্তমান অবস্থার খোঁজ মুখ্যমন্ত্রীর

বৃষ্টির কমলা সতর্কতা জারি,দিঘার সমুদ্র বাঁধের বর্তমান অবস্থার খোঁজ খবর নিলেন মুখ্যমন্ত্রী

খোঁজ নিলেন দিঘার সমুদ্র বাঁধের। কথা বললেন দিঘার সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়েও।

  • Last Updated :
  • Share this:

#দিঘা: খোঁজ নিলেন দিঘার সমুদ্র বাঁধের। কথা বললেন দিঘার সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়েও। ভার্চুয়াল সভা থেকেই পুর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। জানলেন নিম্নচাপের দুর্যোগের সময়ে কেমন আছে সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে বাঁধের কাজের গতি প্রকৃতি সম্পর্কে সবকিছু জানান এলাকার সাংসদ ও দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী। তিনি বলেন, সমুদ্রের বাঁধ নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এসবের পাশাপাশি এদিনের বৈঠক থেকেই  শিশির বাবুর সহধর্মিণীর শারিরীক অসুস্থতা ও তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী।  শিশিরবাবুকে তাঁর শরীরের যত্নও নিতে বলেন মমতা বন্দোপাধ্যায়। বলেন, শিশিরদা ভালো থাকবেন আপনি।

SUJIT BHOWMIK

Published by:Debalina Datta
First published:

Tags: Digha, Mamata Banerjee, Rain