#দিঘা: খোঁজ নিলেন দিঘার সমুদ্র বাঁধের। কথা বললেন দিঘার সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়েও। ভার্চুয়াল সভা থেকেই পুর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল অঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন সাংসদ শিশির অধিকারীর সঙ্গে। জানলেন নিম্নচাপের দুর্যোগের সময়ে কেমন আছে সমুদ্র তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। মুখ্যমন্ত্রীর প্রশ্নের জবাবে বাঁধের কাজের গতি প্রকৃতি সম্পর্কে সবকিছু জানান এলাকার সাংসদ ও দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শিশির অধিকারী। তিনি বলেন, সমুদ্রের বাঁধ নির্মাণের কাজ দ্রুতগতিতে চলছে। এসবের পাশাপাশি এদিনের বৈঠক থেকেই শিশির বাবুর সহধর্মিণীর শারিরীক অসুস্থতা ও তাঁর চিকিৎসার অগ্রগতি নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। শিশিরবাবুকে তাঁর শরীরের যত্নও নিতে বলেন মমতা বন্দোপাধ্যায়। বলেন, শিশিরদা ভালো থাকবেন আপনি।
SUJIT BHOWMIK
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Digha, Mamata Banerjee, Rain