হোম /খবর /দেশ /
আরও বেশি ভ্যাকসিন, রাজ্যের নাম পরিবর্তন! মোদির সঙ্গে বৈঠকে দুই দাবি জানালেন মমতা

Mamata Banerjee- Narendra Modi Meeting: আরও বেশি ভ্যাকসিন, রাজ্যের নাম পরিবর্তন! মোদির সঙ্গে বৈঠকে দুই দাবি জানালেন মমতা

বৈঠকে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়৷

বৈঠকে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়৷

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের জয় সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি তাঁর৷ সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় চেয়েছিলেন (Mamata Banerjee Narendra Modi Meeting)৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: প্রধানমন্ত্রীর সঙ্গে আধ ঘণ্টার বৈঠকে করোনার টিকা সরবরাহ বৃদ্ধি করার দাবি জানানোর পাশাপাশি রাজ্যের নাম পরিবর্তনের বিষয়েও তৎপর হতে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী৷ এ দিন প্রধানমন্ত্রীর বাস ভবনে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় তিরিশ মিনিট কথা হয় দু' জনের মধ্যে৷ মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন, এ দিনের বৈঠক সৌজন্যমূলক ছিল৷

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের জয় সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি তাঁর৷ সেই কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় চেয়েছিলেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'প্রধানমন্ত্রীকে বলেছি আমাদের আরও বেশি টিকা চাই৷ অন্যান্য রাজ্য টিকা পাক অসুবিধে নেই৷ কিন্তু জনসংখ্যার অনুপাতে অন্যান্য রাজ্যের থেকে কম টিকা পেয়েছে বাংলা৷ আমাদের রাজ্যে টিকাকরণের কাজ খুব ভাল ভাবে হচ্ছে৷ আমাদের রাজ্যে সংক্রমণের হারও এক শতাংশের আশেপাশে রয়েছে৷ করোনার তৃতীয় ঢেউয়ের আগে সবাই যাতে টিকা পান, সে কথা প্রধানমন্ত্রীকে বলেছি৷' এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা জানিয়ে ট্যুইটও করে প্রধানমন্ত্রীর দফতর৷

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি কেন্দ্রের অনুমোদনের জন্য দীর্ঘদিন আটকে রয়েছে৷ ফলে এ বিষয়ে উদ্যোগী হতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন তিনি৷ এর পাশাপাশি রাজ্যের কয়েকটি প্রকল্প নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

যদিও তিনি যে দাবিগুলি জানিয়েছেন তার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কী জানিয়েছেন, সে বিষয়ে বিশদে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর অনুুুপস্থিতিতে তিনি কী বলেছেন সেটা বলা ঠিক হবে না৷ তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি৷

এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে পেগাসাস বিতর্কেও ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর উচিত এই বিষয়ে সর্বদলীয় বৈঠক ডাকা৷ এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তেরও দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মমতা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Narendra Modi