#পুরুলিয়া: বেসুরো হয়েছিলেন কয়েকদিন আগেই। সমস্যা মিটিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ। পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যয়ের সভায় তাঁর পাশেই পাওয়া গেল শতাব্দী রায়কে। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলতে উঠেই শতাব্দী সম্পর্কে নিজের সন্তুষ্টির কথা জানান। বলেন, শতাব্দী রাজনৈতিক কথা বলছিল। ওঁর বক্তৃতা শুনে আমি মোহিত।
ঠিক কী বলেছিলেন শতাব্দী রায়? মমতার পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ১৪০০ টাকা বেতনের জন্য দরজায় দরজায় ঘোরে এদেশ মানুষ। সেখানে সংসদভবন তৈরির জন্য ১৪ হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে। এই খরচের কি কোনও প্রয়োজনীয়তা আছে, প্ৰশ্ন করেন শতাব্দী।
রবিবারই শতাব্দীকে তৃণমূলের রাজ্য কমিটির সহ সভাপতি ঘোষণা করা হয়েছে। শতাব্দী ছাড়াও মালদহের মোয়াজ্জেম হোসেন ও বালুরঘাটের শঙ্কর চক্রবর্তীকেও রাজ্যকমিটিতে ভাইস, প্রেসিডেন্ট পদ দেওয়া হয়েছে।জেলার কো অর্ডিনেটরের পদ পেয়েছেন সুভাষ চাকি, ললিতা তিগ্গা। মুখপাত্র হয়েছেন জয়ন্ত দাস।