#লন্ডন: মানবিকতার মুখ ছিলেন নিবেদিতা। তাঁর অবদান ভোলার নয়। লন্ডনে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে সিস্টারকে এভাবেই কৃতজ্ঞতা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভারত-ব্রিটেন সাংষ্কৃতিক সম্পর্কের বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
সিস্টার নিবেদিতার দেড়শোতম জন্মবার্ষিকীতে তাঁর লন্ডনের বাড়িটিকে হেরিটেজ ঘোষণা করা হল। অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই সিস্টারকে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী। স্বামীজির সঙ্গে সাক্ষাৎ থেকে শুরু করে, ভারতের জন্য তাঁর অবদান। একঝলকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী ছিল কলকাতা। স্থাপত্য থেকে সংস্কৃতি, সবক্ষেত্রেই এখনও দুই দেশের মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। যা আরও একবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।
এদিনের গোটা অনুষ্ঠানেই আবেগতাড়িত মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানান উদ্যোক্তাদের।
এক আইরিশ কন্যা ছিলেন মার্গারেট নোবেল। যার হাত ধরেই রবিবার নতুন সম্পর্কে বাধা পড়ল ভারত-ইংল্যান্ড। যে সেতু বন্ধনের সাক্ষী থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, Sister Nivedita