#নয়াদিল্লি: শুক্রবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল বকেয়া টাকা মেটানোর আবেদন জানান। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পবাবদ দীর্ঘদিন ধরেই এই টাকা কেন্দ্রের কাছে পায় রাজ্য। মোদিকে দেওয়া চিঠিতে মমতা লিখেছেন, '' কেন্দ্রের কাছে রাজ্যের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। তার মধ্যে ১০০ দিনের কাজ (মনরেগা), প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার ১৭,৯৯৬.৩২ কোটি টাকা বকেয়া। রাজ্য সরকারের তরফে কেন্দ্রকে এই বিষয়ে বহুবার জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। পশ্চিমবঙ্গের প্রাপ্য বকেয়া দ্রুত মেটানোর ব্যবস্থা করার আবেদন জানাই।''
রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা কেন্দ্র মেটাচ্ছে না, অতীতেও একাধিকবার এই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মোদিকে দেওয়া চিঠিতে তিনি আরও বলেন, '' মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার প্রকল্প রূপায়ণে গোটা দেশের মধ্যে একেবারে সামনের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। তার পরেও কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না। ফলে, প্রকল্প রূপায়ণ বাধা পাচ্ছে, ভোগান্তির শীকার গ্রামের মানুষেরা।' জিএসটি বাবদ কেন্দ্রের কাছে পাওনা টাকা নিয়েও একাধিকবার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: সংসদের বাইরে থেকে আটক, ৬ ঘণ্টা পর রাহুল, প্রিয়াঙ্কা-কে ছাড়ল দিল্লি পুলিশ
বর্তমানে ৪ দিনের দিল্লি-সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর৷
শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন হলুদ গোলাপের তোড়া ৷ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের ছবি ট্যুইট করে পিএমও৷ এবারের দিল্লি সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকেও যোগ দেওয়ার কথা মমতার৷
আরও পড়ুন: বিপুল বকেয়া মেটানোর আবেদন, মোদির সঙ্গে ৪০ মিনিট একান্তে বেঠক মমতার
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং এসএসসি দুর্নীতি সহ বিভিন্ন কাণ্ডে ইডি-র তৎপরতার মধ্যেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা৷ বিশেষ বামেদের তরফে এই বৈঠকের উদ্দেশ্য ঘিরে প্রশ্ন তোলা হয়৷ যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়, রাজ্যের প্রাপ্য বকেয়া অর্থ আদায়েই প্রধানমন্ত্রীর কাছে দরবার করছেন মুখ্যমন্ত্রী৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee