হোম /খবর /দেশ /
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার, সঙ্গে তুললেন তিন বড় দাবি

Mamata Banerjee invites Narendra Modi in Bengal: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার, সঙ্গে তুললেন তিন বড় দাবি

জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানালেন মোদি৷ Photo-File

জন্মদিনে মমতাকে শুভেচ্ছা জানালেন মোদি৷ Photo-File

রাজ্যের বকেয়া প্রায় ৯৮ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্যও নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee invites Narendra Modi in Bengal)৷

  • Last Updated :
  • Share this:

#দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে রাজ্যের হয়ে একাধিক দাবি তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে একই সঙ্গে কেন্দ্র- রাজ্য সম্পর্কের উন্নতিতেও এ দিন প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee invites Narendra Modi in Bengal)৷ সেই কারণেই আগামী বছর এপ্রিল মাসে কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী বলেন, 'রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে৷ কিন্তু তার প্রভাব যাতে কেন্দ্র- রাজ্য সম্পর্কে না পড়ে, সেই বিষয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি৷ ' আগামী বছরের ২০ এবং ২১ এপ্রিল কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা৷

আরও পড়ুন: 'মমতার পাশেই আছি', বৈঠক শেষে বললেন সুব্রহ্মণ্যম স্বামী, জোর জল্পনা দিল্লিতে

এর পাশাপাশি বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদ, রাজ্যের বকেয়া প্রায় ৯৮ হাজার কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্যও নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি ১২ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা৷

এ দিনের বৈঠকে তিনি যে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিষয়টি তুলবেন, তা আগেই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো খুবই গুরুত্বপূর্ণ৷ তাকে আরও শক্তিশালী করতে হবে৷ বিএসএফ আমাদের শত্রু নয়৷ কিন্তু বিএসএফ-কে অতিরিক্ত ক্ষমতা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংঘাত হবে৷ আমাদের রাজ্যে বিএসএফ উত্তর দিনাজপুুর, কোচবিহার, উত্তর চব্বিশ পরগণার মতো সীমান্তবর্তী জেলাগুলিতে বেশ কয়েকবার গুলি চালানোয় অনেকের মৃত্যু হয়েছে৷ রাজ্যের থেকে আরও সহযোগিতার প্রয়োজন হলে বলুন, আমরা করতে তৈরি৷ কিন্তু বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন৷'

আরও পড়ুন: কবে পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ফ্রি রেশন? ফের বড় সিদ্ধান্ত মোদি সরকারের

এর পাশাপাশি রাজ্য সরকারের বকেয়া ৯৮ হাজার কোটি টাকার বেশি মিটিয়ে দেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন,  'আমাদের রাজ্যে যশ, আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে৷ ৯৮ হাজার কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে৷ আমাদের রাজ্য কীভাবে চলবে যদি কেন্দ্র টাকা না দেয়? উনি বলেছেন বিষয়টি দেখবেন৷ '

এ দিন বিকেল পাঁচটায় সাউথ ব্লকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক পূর্ব নির্ধারিত ছিল৷ সেই মতো এ দিন বিকেল পাঁচটার কিছু আগেই সাউথ ব্লকে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় সরকারের নীতির জন্য রাজ্যের জুট চাষি এবং জুট শিল্পে যে সমস্যা তৈরি হয়েছে, তার সমাধানের জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী৷

পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিভিন্ন দাবির পাশাপাশি এ দিন ত্রিপুরায় রাজনৈতিক হিংসার বিষয়টিও প্রধানমন্ত্রীর সামনে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেভাবে সায়নী ঘোষের মতো জনপ্রিয় একজন অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রীকে গ্রেফতার করা হয়েছে, প্রধানমন্ত্রীর সামনে সেই প্রসঙ্গও তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Mamata Banerjee, Narendra Modi