ত্রিপুরা: দেখতে দেখতে প্রায় এসেই গেল ত্রিপুরা, মেঘালয়ের বিধানসভা নির্বাচন। ভোটের আগে ফের উত্তর-পূর্বে প্রচারে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকে শুরু ত্রিপুরা সফর।
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি আগরতলার পুরসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারপর থেকে সংগঠনে একাধিক রদবদলও এসেছে। বদল হয়েছে রাজ্য সভাপতিরও। ত্রিপুরায় আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য কী হতে চেলেছে, তা নিয়ে ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করে দিয়েছে তৃণমূল।
তবে শুধু ত্রিপুরা নয়, এবারের উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। তাই এই ঘন ঘন সফর। সোমবার বিকেলেই আগরতলা বিমানবন্দরে পৌঁছনোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগরতলা বিমানবন্দরে পৌঁছেই সড়কপথে সরাসরি ত্রিপুরেশ্বরী মন্দিরে যাবেন তিনি।
ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে সড়কপথে ফের চলে আসবেন আগরতলা। তারপর সোমবার রাতে ও মঙ্গলবার সকালে আগরতলা শহরেই পদযাত্রা করার কথা তাঁর। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগরতলার কয়েক কিলোমিটার জুড়ে এই পদযাত্রার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস।
পদযাত্রার পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা নেতৃত্বের সঙ্গেও বিশেষভাবে বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারপর মঙ্গলবার বিকেলেই কলকাতায় ফিরবেন তিনি।
ত্রিপুরা থেকে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। অন্যদিকে, সূত্রের খবর, ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো বিজেপির হেভিওয়েট নেতারাও যাচ্ছেন প্রচারে। ত্রিপুরা জুড়ে একাধিক সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আগরতলায় নয়, আরও কয়েকটি জায়গায় সভা করতে পারেন নির্বাচনের ঠিক আগে আগে। তেমন প্রস্তুতিও নেওয়া হচ্ছে তৃণমূল নেতৃত্বের তরফে। শেষ বেলার নির্বাচনী প্রচারেও ঝড় তুলবেন মমতা। তেমনটাই খবর সূত্রের।
অন্যদিকে, ত্রিপুরার পাশাপাশি বিধানসভা নির্বাচনে প্রচারে মেঘালয়েও যাওয়ার কথা রয়েছে তৃণমূলনেত্রীর। ইতিমধ্যেই মেঘালয় নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ঘাসফুল শিবির। ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের শেষে বা চতুর্থ সপ্তাহের শুরুতে মমতা মেঘালয় সফরে যেতে পারেন বলে খবর।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।